India vs Australia

সরাসরি: ফিরলেন হার্দিক, সিরিজ়ে সমতা ফেরানোর স্বপ্ন বেঁচে রোহিতের ব্যাটে, ছয় বলে ভারতের দরকার নয়

প্রথমে ব্যাট করে আট ওভারে ৯০ রান তুলেছে অস্ট্রেলিয়া। ভারতের জিততে দরকার ৯১। রোহিতের ব্যাটে ভারত আক্রমণাত্মক ভাবে শুরু করলেও পর পর উইকেট হারিয়ে আপাতত কিছুটা চাপে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩০
Share:

ভাল খেলছেন রোহিত।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৭ key status

আউট হার্দিক

কামিন্সের বলে আউট হার্দিক (৯)।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২২:৪২ key status

আউট কোহলি

জাম্পার বলে এগিয়ে এসে খেলতে গিয়ে আউট কোহলি (১১)।

Advertisement
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৫ key status

আউট রাহুল

জাম্পার বলে বোল্ড রাহুল (৯)।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২২:৩২

ভারত দু’ওভারে ৩০-০

রোহিত ২০ এবং রাহুল ৪ রানে ক্রিজে।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২২:২৬ key status

তিন ছক্কা রোহিতের

প্রথম ওভারেই ভারতের ২০ রান উঠে গেল।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২২:১১ key status

অস্ট্রেলিয়া ৯০-৫

জিততে ভারতের দরকার ৯১।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২২:১০ key status

শেষ ওভারে ১৯ দিলেন হর্ষল

ওয়েডের হাতে তিনটি ছক্কা খেলেন হর্ষল। 

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২২:০৫ key status

অস্ট্রেলিয়া সাত ওভারে ৭১-৪

ক্রিজে ওয়েড (২৫) এবং স্মিথ (৬)।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৪ key status

আউট ফিঞ্চ

বুমরার ইয়র্কারের কোনও জবাব নেই ফিঞ্চের কাছে। ৩১ রানে ফিরলেন অজি অধিনায়ক।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৬ key status

আউট ডেভিড

অক্ষরের বলে আউট টিম ডেভিড (২)।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২১:৪০ key status

প্রথম বলেই আউট ম্যাক্সওয়েল

অক্ষরের বলে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৮ key status

আউট গ্রিন

কোহলির সরাসরি থ্রোয়ে পাঁচ রানে আউট গ্রিন।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৫ key status

অস্ট্রেলিয়া এক ওভারে ১০-০

ফিঞ্চ ৯ এবং গ্রিন ১ রান করেছেন।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২১:১৭ key status

দলে বুমরা, পন্থ

ভুবনেশ্বরের জায়গায় দলে পন্থ। উমেশের জায়গায় বুমরা।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২১:১৭ key status

টসে জিতলেন রোহিত

প্রথমে বোলিং করবে ভারত।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৫২ key status

ম্যাচ হবে

অবশেষে স্বস্তি। টস হবে ৯.১৫ নাগাদ। ম্যাচ হবে আট ওভারের। প্রথম দু’ওভার পাওয়ার প্লে। এক জন বোলার সর্বোচ্চ দু’ওভার বল করতে পারবেন। 

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৩২ key status

দ্রাবিড়, রোহিতদের কথা

আম্পায়ারদের সঙ্গে কথা বলেছেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। কিন্তু প্রত্যেকেরই মুখ চিন্তিত। মাঠে হাউসফুল দর্শকও উদ্বিগ্ন।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৩১ key status

পাঁচ ওভারের ম্যাচও হতে পারে

পাঁচ ওভারের ম্যাচ শুরু করতে গেলে চূড়ান্ত সময় রাত ৯.৪৬। 

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:১১ key status

আম্পায়াররা চিন্তিত

মাঠের একটি জায়গা শুকোচ্ছে না। তাই আম্পায়াররা ঝুঁকি নিতে চাইছেন না।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:০৩ key status

পরিদর্শন চলছে

মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা। মাঠের একটি জায়গা এখনও ভিজে রয়েছে। সেটি নিয়েই সমস্যা। সুপার সপার চলছে মাঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement