রোহিতদের চিন্তা আরও বেড়ে গেল। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার কপালে ভাঁজ পড়তে চলেছে রোহিত শর্মার। একে তো চোটের কারণে বিশ্বকাপে নেই রবীন্দ্র জাডেজা। তার উপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে চোট পেলেন আর এক অলরাউন্ডার দীপক হুডা। ম্যাচ শুরুর আগে বোর্ডের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে দলে রয়েছেন হুডা। প্রথম দু’টি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। তৃতীয় ম্যাচ শুরুর আগে হঠাৎই বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি চোটের কারণে তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না। হুডাকে যে তৃতীয় ম্যাচে নেওয়া হতে পারে, এমন কোনও সম্ভাবনাও ছিল না। আচমকা তাঁর চোটের খবরে জল্পনা তৈরি হয়েছে। তা আরও বেড়েছে চোটের ধরন না জানানোয়। কোথায়, কী ভাবে চোট পেলেন হুডা, তা নিয়ে বোর্ডের বিবৃতিতে একটি শব্দও বলা হয়নি।
এশিয়া কাপের দলে ছিলেন হুডা। সুপার ফোরের তিনটি ম্যাচেই খেলেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক ভাবে ভাল খেলার কারণে বিশ্বকাপের দলেও রয়েছেন। দেশের হয়ে এখনও পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচে একটি শতরান-সহ ২৯৩ রান করেছেন। তিনি বলও ভালই করতে পারেন। ফলে অস্ট্রেলিয়ার পিচে অলরাউন্ডার হিসাবে তাঁকে কাজে লাগানো হতে পারে। আচমকা পাওয়া চোট অবশ্য তাঁর বিশ্বকাপ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।