সৌরভ, ধোনি এবং কোহলী ফাইল ছবি
চলতি বছরে সাত জন ক্রিকেটার ভারতকে নেতৃত্ব দিয়েছেন। প্রায় প্রতি সিরিজেই এক জন করে নতুন নেতা দেখা গিয়েছে। বিরাট কোহলী, রোহিত শর্মা, কেএল রাহুল, শিখর ধবন— প্রত্যেকেই কোনও না কোনও সময় জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। বার বার এই অধিনায়ক বদলে দলের ক্ষতি হতে পারে, এমন কথা বলছেন অনেকেই। একই সুরে কথা বললেন রশিদ লতিফও। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মতে, তাঁর দেশের পথেই হাঁটছে ভারত। এ-ও জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনির মতো অধিনায়ক খুঁজে বের করতে হবে ভারতকে, যাঁরা একটানা নেতৃত্ব দেবেন।
নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেছেন, “প্রত্যেকে বিকল্পের কথা বলে। তবে এখন ভারতের হাতে সাত জন বিকল্প অধিনায়ক রয়েছে। এই প্রথম ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা দেখছি। বিরাট কোহলী, কেএল রাহুল, রোহিত শর্মা, শিখর ধবন, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা অধিনায়ক হয়েছে। ১৯৯০-এর দশকে পাকিস্তান যে ভুল করেছিল, ভারত এখন সেই দিকেই এগিয়ে চলেছে।”
লতিফের মতে, বার বার অধিনায়ক বদল করতে গিয়ে ভারতের অন্যান্য যে সমস্যা রয়েছে সে দিকে কেউ লক্ষ্য রাখছে না। মাঝের সারিতে বা ওপেনিংয়ে ভাল ব্যাটার এখনও পাওয়া যায়নি। তা ছাড়া, কোনও অধিনায়ক এখনও সাফল্য পাননি। সে কারণেই সৌরভ বা ধোনির মতো অধিনায়ক তুলে আনার কথা বলেছেন।
লতিফের কথায়, “ভারত এখনও ভাল ওপেনার খুঁজে পায়নি। মাঝের সারিতে ভাল ব্যাটারও নেই। ওরা খালি নতুন নতুন অধিনায়ক বানাচ্ছে, যারা কেউ ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারছে না। কেএল রাহুল এখন ফিট নয়। রোহিত আগে ফিট ছিল না। বিরাট মানসিক ভাবে ফিট নয়। তাই অধিনায়কত্ব বদল নিয়ে ওদের এখন ভাবা উচিত। সৌরভ, ধোনি বা কোহলীর মতো নেতা দরকার ওদের।”