Gautam Gambhir

দিল্লি টেস্টের আগে হঠাৎই গোটা ভারতীয় দলকে নিজের বাড়িতে ডাকলেন গম্ভীর, কী চাইছেন ভারতের কোচ?

ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে ম্যাচ। ১০ অক্টোবর থেকে দিল্লিতে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে গোটা দলকে নিজের বাড়িতে ডেকেছেন কোচ গৌতম গম্ভীর। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ২১:১০
Share:

গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে টেস্ট। ফলে ক্রিকেটারেরা অতিরিক্ত বিশ্রামের সুযোগ পেয়েছেন। ১০ অক্টোবর থেকে দিল্লিতে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে হঠাৎই গোটা দলকে নিজের বাড়িতে ডেকেছেন কোচ গৌতম গম্ভীর।

Advertisement

‘ইন্ডিয়া টুডে’র খবর অনুযায়ী, দিল্লিতে নিজের বাড়িতে গোটা দলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন গম্ভীর। তিনি দিল্লিরই ছেলে। সেখানে সাংসদও ছিলেন। নিজের শহরে টেস্ট হওয়ায় আমন্ত্রণের সুযোগ ছাড়েননি তিনি। ক্রিকেটারদের নিজেদের মতো করে সময় কাটানোর ব্যবস্থা করে দিয়েছেন।

জানা গিয়েছে, আগামী ৮ অক্টোবর দুপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করবে ভারতীয় দল। এর পর হোটেলে ফিরে বিশ্রাম নিয়ে তারা চলে যাবে গম্ভীরের বাড়ি। শুধু ক্রিকেটারেরা নয়, সাপোর্ট স্টাফ-সহ দলের প্রত্যেকে আমন্ত্রিত। গম্ভীর চান, ক্রিকেটারেরা সে দিন মন খুলে আড্ডা দিন। একে অপরের মধ্যে বন্ধুত্ব এবং গোটা দলের মধ্যে ঐক্য তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

ভারতীয় দলের কাছে আগামী কয়েক মাস খুবই কঠিন হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়‌ শেষ হলেই যেতে হবে অস্ট্রেলিয়া। সেখান থেকে ফিরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ়‌। তার পর নিউ জ়িল্যান্ড সিরিজ়‌ রয়েছে। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। গম্ভীর যেহেতু কোচ, তাঁকে সব জায়গাতেই থাকতে হবে। তিন ফরম্যাটের দলেই থাকায় শুভমন গিলকেও প্রচুর পরিশ্রম করতে হবে। তাই গম্ভীর চান, সকলেই তাঁর বাড়িতে স্বাধীন ভাবে একটু সময় কাটান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement