Rohit Sharma on Dubai

‘ঘরের মাঠ’ দুবাইয়ে খেলার সুবিধা পাচ্ছে ভারত! অভিযোগ নিয়ে মুখ খুললেন রোহিত

দুবাইয়ের মাঠে সব ম্যাচ খেলার কারণে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, এমন অভিযোগ উঠছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সেই অভিযোগ সটান উড়িয়ে দিলেন রোহিত শর্মা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৮:২৮
Share:
cricket

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

দুবাইয়ের মাঠে সব ম্যাচ খেলার কারণে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, এমন একটা অভিযোগ বহু দিন ধরেই উঠছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সেই অভিযোগ সটান উড়িয়ে দিলেন রোহিত শর্মা। সাফ জানালেন, একই মাঠে খেললেও আলাদা আলাদা পিচে খেলার কারণে তাঁদেরও একই পরীক্ষার মুখে পড়তে হচ্ছে।

Advertisement

পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার আপত্তি জানিয়েছেন দুবাইয়ে রোহিতদের খেলা নিয়ে। তাঁদের দাবি, আলাদা আলাদা মাঠে আলাদা পরিস্থিতিতে না খেলার কারণে সে ভাবে পরীক্ষার মুখে পড়তে হচ্ছে না ভারতকে।

সমালোচনার জবাবে রোহিত বলেছেন, “প্রত্যেক বার আলাদা পিচে খেলার কারণে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। যে তিনটে ম্যাচ দুবাইয়ে খেলেছি, প্রত্যেকটা আলাদা আচরণ করেছে। এটা আমাদের দেশের মাঠ নয়। এটা দুবাই। আমরা খুব বেশি ম্যাচ এখানে খেলি না। আমাদের কাছেও এই মাঠ নতুনের মতোই।”

Advertisement

রোহিতের মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্রুত পিচের সঙ্গে মানিয়ে নিতে পারলে সুবিধা পাবে ভারত। তাঁর কথায়, “এখানে চার-পাঁচটা পিচে খেলা হচ্ছে। আমরা জানি না সেমিফাইনাল কোন পিচে খেলা হবে। যা-ই হোক, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।”

উদাহরণ হিসাবে রোহিত তুলে ধরেছেন নিউ জ়িল্যান্ড ম্যাচের কথা। জানিয়েছেন, নিউ জ়‌িল্যান্ড বল করার সময় সুইং হচ্ছিল। প্রথম দু’টি ম্যাচে সেটা তাঁরা দেখতে পারেননি। আগের ম্যাচে বেশি স্পিন হয়নি। রবিবারের ম্যাচে সেটা দেখা গিয়েছে। রোহিতের কথায়, “এতেই বোঝা যায় প্রত্যেক ম্যাচে পিচ আলাদা আচরণ করছে। ফলে আমরা কখনওই আগে থেকে জানতে পারি না যে পিচ কেমন আচরণ করবে।”

রোহিতের মতে, তাঁরা দুবাইয়ের পিচ আগে থেকে পর্যবেক্ষণ করেছেন বলেই সাফল্য পাচ্ছেন। তিনি বলেছেন, “গত দু’মাসে দুবাইয়ের খেলা কোন দিকে গড়িয়েছে, সেটার খেয়াল রেখেছি আমরা। জানতাম এখানকার পিচ ধীর গতির হবে। এখানকার টি-টোয়েন্টি লিগের ম্যাচ দেখেছি। তাতে মনে হয়েছিল স্পিনারেরা সাহায্য পাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement