Mithali Raj

Mithali Raj: বিশ্বকাপে কারা ডোবাচ্ছেন, ইংল্যান্ডের কাছে হেরে কী বললেন মিতালি

মিতালি বলেছেন, ‘‘আমরা প্রতি ম্যাচেই ভাল ফিল্ডিং করছি। আশা করব পরের ম্যাচগুলোতেও এটা বজায় রাখতে পারব আমরা। ব্যাটিং উদ্বেগের কারণ অবশ্যই।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৬:৫০
Share:

মিতালি রাজ। —ফাইল ছবি

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আবার হার ভারতীয় মহিলা দলের। ইংল্যান্ডের কাছে পরাজয়ের অন্যতম প্রধান কারণ মিতালি রাজদের ব্যাটিং বিপর্যয়। উপরের দিকের ব্যাটারদের ছন্দে না থাকা ক্রমশই উদ্বেগের কারণ হয়ে উঠছে ভারতীয় শিবিরের জন্য।
ব্যাটাররা যে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না, তা ইংল্যান্ডের কাছে হারের পর মেনে নিলেন অধিনায়ক মিতালি রাজ। তিনি বলেছেন, ‘‘আমাদের শুরুর দিকের ব্যাটাররা বড় জুটি তৈরি করতে পারেনি। ফলে আমরা প্রত্যাশা মতো রান তুলতে পারিনি বোর্ডে।’’ টস হারার প্রভাবও দলের ব্যাটিংয়ে পড়েছে বলে মনে করেন তিনি। মিতালি বলেছেন, ‘‘প্রথমে ব্যাট করার সমস্যা হল, আপনি কখনই লক্ষ্য দেওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারবেন না। যত রানই উঠুক, মনে হবে ২০-৩০ আরও হলে হয়তো ভাল হত।’’ মিতালি মনে করেন ২০০-র বেশি রান তুলতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।
ব্যাটিং নিয়ে সন্তুষ্ট না হলেও দলের ফিল্ডিং নিয়ে খুশি ভারতীয় মহিলা দলের অধিনায়ক। মিতালি বলেছেন, ‘‘আমরা প্রতি ম্যাচেই ভাল ফিল্ডিং করছি। আশা করব পরের ম্যাচগুলোতেও ভাল ফিল্ডিং বজায় রাখতে পারব আমরা। ব্যাটিং উদ্বেগের কারণ অবশ্যই। আশা করব পরের ম্যাচে আমরা এটা ঠিক করতে পারব।’’ তাঁর দাবি, দল হিসেবে লড়াই করতে পারলে যে কোনও দলের পক্ষেই তাঁদের হারানো কঠিন হবে।

Advertisement

এক দিনের ক্রিকেটে আড়াইশো উইকেটে মাইলফলক স্পর্শ করায় মিতালি অভিনন্দন জানিয়েছেন ঝুলন গোস্বামীকে। এ নিয়ে বলেছেন, জানি দীর্ঘ দিন খেলা চালিয়ে যাওয়া এক জন ফাস্ট বোলারের জন্য কতটা কঠিন।

দলের ব্যাটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেই জানিয়ে ছিলেন কোচ রমেশ পওয়ার। সিনিয়রদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাতেও যে মিতালির দলের বিশেষ পরিবর্তন হয়নি, তা ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একবার প্রমাণ হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement