ফাইনালে উঠতে পারবে ভারত? —ফাইল চিত্র
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও কয়েক ধাপ উঠে এল ইংল্যান্ড। গত বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তাদের বিরুদ্ধেই জিতে পয়েন্ট তালিকায় উন্নতি ইংল্যান্ডের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (৭৫ শতাংশ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩ শতাংশ পয়েন্ট)। সবার নীচে থাকা ইংল্যান্ড (২৮.৮৯ শতাংশ পয়েন্ট) উঠে এসেছে সাত নম্বরে। অষ্টম স্থানে নেমে গিয়েছে নিউজিল্যান্ড (২৫.৯৩ শতাংশ পয়েন্ট)। গত বারের চ্যাম্পিয়নদের পক্ষে এ বার ফাইনাল খেলা বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে। শেষে চলে গিয়েছে বাংলাদেশ (১৩.৩৩ শতাংশ পয়েন্ট)। ওয়েস্ট ইন্ডিজের (৫০ শতাংশ পয়েন্ট) বিরুদ্ধে দু’টি টেস্টেই হেরেছে তারা। ক্যারিবিয়ান শিবির রয়েছে ষষ্ঠ স্থানে।
গত বার ফাইনাল খেলেছিল ভারত (৫৮.৩৩ শতাংশ পয়েন্ট)। লর্ডসে সেই ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যান বিরাট কোহলীরা। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে তৃতীয় স্থানে রয়েছে ভারত। শ্রীলঙ্কা (৫৫.৫৬ শতাংশ পয়েন্ট) রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে পাকিস্তান (৫২.৩৮ শতাংশ পয়েন্ট)।