ম্যাচের একটি মুহূর্তে রিঙ্কু এবং রোহিত। ছবি: পিটিআই।
বুধবার রাতে ভারত বনাম আফগানিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অদ্ভুত ঘটনা দেখা গেল। ভারতের ইনিংসের শেষ ওভারে ৩৬ রান উঠল। কিন্তু ছ’টি ছক্কা দেখা গেল না। হল মাত্র পাঁচটি ছক্কা। তা হলে কী ভাবে ওই ওভারে ৩৬ রান উঠল?
আফগানিস্তানের হয়ে শেষ ওভারটি করতে এসেছিলেন করিম জনত। তাঁর প্রথম বলেই চার মারেন রোহিত। দ্বিতীয় বলে ছয় মারেন। সেটি ‘নো বল’ ছিল। অর্থাৎ সাত রান হয়। ১ বলে তখন ভারতের রান ১১। দ্বিতীয় বলটি ছিল ‘ফ্রি হিট’। সেই বলে রোহিত আরও একটি ছয় মারেন। তৃতীয় বলে তিনি বড় শট নিতে পারেননি। একটি খুচরো রান নেন।
স্ট্রাইকে আসেন রিঙ্কু সিংহ। তখন সেই ওভারের তিনটি বলে ভারতের রান ১৮। জনতের শেষ তিনটি বলের তিনটিতেই ছক্কা মারেন রিঙ্কু। ফলে ভারত এক ওভারে ৩৬ রান তুলে নেয় মাত্র পাঁচটি ছক্কা মেরেই।
টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রানই উঠেছে এত দিন পর্যন্ত। এর আগে এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ সিংহ এবং কায়রন পোলার্ড। সেই তালিকায় বুধবার নাম লেখালেন রোহিত-রিঙ্কু জুটিও।