Hardik Pandya

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সমতা ফিরিয়ে প্রথম দুই ম্যাচের হারকে ধন্যবাদ দিচ্ছেন হার্দিক

ওয়েস্ট ইন্ডিজ়কে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। এই জয়ের পরে প্রথম দুই ম্যাচের হারকে ধন্যবাদ দিচ্ছেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ০০:১৪
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে সমতা ফিরিয়েছে ভারত। সিরিজ় এখন ২-২। রবিবার কার্যত ফাইনাল। প্রথম দুই ম্যাচের হারার পরে পর পর দু’ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারত। আত্মবিশ্বাসী দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। সিরিজ়ে সমতা ফেরানোর জন্য প্রথম দুই ম্যাচের হারকে ধন্যবাদ দিচ্ছেন তিনি।

Advertisement

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘‘প্রথম ম্যাচে নিজেদের ভুলে হেরেছিলাম। আমরা ভাল ভাবে রান তাড়া করছিলাম। কিন্তু শেষ চার ওভারে খেই হারিয়ে ফেললাম। নিজেদের ভুলের খেসারত দিতে হল। পরের ম্যাচেও আমাদের দোষ ছিল। কিন্তু এই দুই ম্যাচে হার থেকে শিক্ষা নিয়েছি। হয়তো ওই ধাক্কা না খেলে এ ভাবে ফিরতে পারতাম না। সিরিজ়ে হারের মুখে ছিলাম বলেই নিজেদের সেরাটা দিতে পেরেছি।’’

হার্দিকের মতে টি-টোয়েন্টিতে বোলারেরা ম্যাচ জেতান। তাই ব্যাটারদের উচিত যতটা সম্ভব বোলারদের সাহায্য করা। প্রথম দুই ম্যাচে সেটা হয়নি বলে স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক। হার্দিক বলেন, ‘‘এই ম্যাচেও বোলারেরা নিজেদের কাজ করেছে। কিন্তু সেই সঙ্গে ব্যাটারেরাও বোলারদের সাহায্য করেছে। সেই কারণে আমরা জিততে পেরেছি। দল হিসাবে খেলেছি। এ ভাবেই বোলারদের সাহায্য করতে হবে।’’

Advertisement

বিশেষ করে দলের দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলের প্রশংসা করেছেন হার্দিক। তিনি বলেন, ‘‘যশস্বী ও শুভমন খুব ভাল খেলেছে। এই গরমে এত বড় ইনিংস খেলা সহজ নয়। বড় শট মারার পাশাপাশি দৌড়ে ভাল রান নিয়েছে ওরা। দলের ব্যাটিংকে ওরা ভরসা দিয়েছে।’’

২৪ ঘণ্টার মধ্যেই সিরিজ় নির্ণায়ক ম্যাচ খেলতে নামতে হবে তাঁদের। সেই ম্যাচের আগে কাউকে এগিয়ে রাখতে নারাজ হার্দিক। তবে ভারত অধিনায়ক জানিয়েছেন, শনিবারের ম্যাচ যে ভাবে খেলেছেন রবিবারের ম্যাচেও ঠিক একই ভাবে খেলার চেষ্টা করবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement