গ্রেগ চ্যাপেল। ফাইল চিত্র
কিংবদন্তি বক্সার মাইক টাইসনের বিখ্যাত উক্তি ছিল, ‘‘মুখে যত ক্ষণ পর্যন্ত না ঘুষি এসে পড়ছে, তত ক্ষণ পর্যন্ত প্রত্যেকেরই একটি পরিকল্পনা থাকে।’’ চলতি ভারত সফরে প্যাট কামিন্সদের টানা হারের বিবর্ণ ছবি দেখার পরে সেই উক্তিই স্মরণ করছেন গ্রেগ চ্যাপেল।
অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় কোচ জানিয়েছেন, এই অস্ট্রেলিয়া দলের কোনও পরিকল্পনার ছোঁয়া তিনিন অন্তত দেখতে পাননি, শুধুমাত্র দলে স্পিনারদের সংখ্যা বাড়ানো ছাড়া। গ্রেগ বলেছেন, ‘‘প্রথম দুটো টেস্ট দেখার পরে আমার মনে হয়েছে, সিরিজ়ের প্রথম বল হওয়ার আগেই অস্ট্রেলিয়া নিজের মুখেই ঘুষি মেরেছিল। নিজেদের মান বাঁচাতে শুধুুমাত্র স্পিনার নিয়ে দল সাজালেই চলবে না। প্রয়োজন ছিল উপযুক্ত পরিকল্পনার।’’
সেখানেই না থেমে গ্রেগ আরও বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া দলের যে পরিকল্পনার প্রয়োজন ছিল, তা তো হয়ইনি, উপরন্তু মাঠে নেমে ওদের যাবতীয় প্রয়াস বিফলে গিয়েছে। সিরিজ় জেতার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল নিজেদের পূর্ণশক্তিকে কাজে লাগানোর। স্পিন বোলিং তো আমাদের দলের শক্তি নয়। ভারতের মাটিতে শুধুমাত্র দলে স্পিনার রেখে সাফল্য পাওয়া সম্ভব নয়।’’ যোগ করেছেন, ‘‘দলে সেরা বোলারদের রেখে তাদের উপরে ভরসা করার প্রয়োজন ছিল। তাদের উৎসাহ দেওয়ার দরকার ছিল। তার সঙ্গে প্রয়োজন ছিল সময়োপযোগী বুদ্ধিদীপ্ত, দায়িত্বশীল ব্যাটিংয়ের।’’
প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মনে করেন, স্কট বোল্যান্ডের মতো জোরে বোলারকে বসিয়ে রেখে দলে স্পিনার রাখার সিদ্ধান্ত ছিল ভুল। ‘‘কামিন্স নিজে ছন্দে ছিল না। তার সঙ্গে উইকেটে খাটো বল করে বিপক্ষকে চাপে রাখার যে পরিকল্পনার প্রয়োজন ছিল, তা আখেরে হয়নি। সবচেয়ে বড় ব্যাপার, সেটা নিয়ে কেউ কামিন্সকে পরামর্শও দেয়নি।’’
দিল্লি টেস্টে লজ্জার হারের নেপথ্যে যে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের সুইপ শট নেওয়ার প্রবণতা ছিল, তা বলতে ভোলেননি গ্রেগ। তিনি বলেছেন, ‘‘স্পিনের বিরুদ্ধে পাল্টা লড়াই হিসেবে সুইপ শট নেওয়া যেতে পারে কিন্তু সেটাই লড়াই করার একমাত্র মাধ্যম হতে পারে না। আরও অনেক শট রয়েছে, যা কম ঝুঁকিপূর্ণ এবং অনেক বেশি লাভজনক হতে পারত অস্ট্রেলিয়ার পক্ষে। কিন্তু সুইপ শট নেব, এই ব্যাপারটা ওরা আগে থেকেই ঠিক করে রেখেছিল। ফলে বিপদ বেড়ে যায়।’’
ভারতের উইকেটে কার্যকরী ব্যাটিং করার মন্ত্র কী? গ্রেগ বলেছেন, ‘‘এই ধরনের উইকেটে আদর্শ ব্যাটিং করতে হলে আগে বুঝে নিতে হবে যে, শুরুর কয়েক ওভার স্থির হয়ে ক্রিজ়ে দাঁড়াতে হবে।’’