রোহিত শর্মা। —ফাইল চিত্র।
শেষ বার ভারতের মাটিতে বিশ্বকাপ হয়েছিল ২০১১ সালে। সে বার জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। ১২ বছর পর আবার ঘরের মাঠে বিশ্বকাপ। কিন্তু এ বার রোহিত শর্মার ভারত চাপে থাকবে বলে মনে করছেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন পেসারের মতে, ঘরের মাঠে খেলার কারণে সাংবাদিকদের নজর অনেক বেশি থাকবে ভারতীয় দলের দিকে।
বিশ্বকাপে এক নম্বর দল হিসাবে খেলতে আসতে পারে পাকিস্তান। সেই কারণে শোয়েব মনে করেন বাবর আজ়মদের সফল হওয়ার সুযোগ অনেক বেশি। ২০১৩ সালের পর থেকে ভারত কোনও আইসিসি প্রতিযোগিতা জিততে পারেনি। সেটাও ভারতের উপর চাপ তৈরি করবে বলে মনে করছেন শোয়েব। তিনি বলেন, “ভারতে খেলতে গিয়ে পাকিস্তানের উপর কোনও চাপ থাকবে না। ঘরের মাঠে খেলা অনেক বেশি চাপের। যেটা ভারতের উপর থাকবে। আমাদের দল ভাল খেলবে। সব মাঠ ভরা থাকবে। ২০০ কোটি লোক হয়তো টিভি আর মোবাইলে খেলা দেখবে। সাংবাদিকেরা ভারত জিতে নিয়েছে মনে করবে। সেটা একটা বাড়তি চাপ তৈরি করবে রোহিতদের উপর।”
১৪ অক্টোবর আমদাবাদে ভারত এবং পাকিস্তান খেলতে নামবে। তার আগে এই দুই দল এশিয়া কাপে মুখোমুখি হবে। ১০ সেপ্টেম্বর হবে সেই ম্যাচ। এশিয়া কাপের ফাইনালে দুই দল উঠলে ১৭ সেপ্টেম্বর আরও এক বার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। শোয়েবের মতে ভারত এখনও নিজেদের দল গুছিয়ে নিতে পারেনি। তিনি বলেন, “আমার মনে হচ্ছে গত দু’বছরে ভারত নিজেদের প্রথম একাদশ ঠিক করতে পারেনি। ওদের দল এখনও নিশ্চিত নয়। ওদের চার নম্বর ব্যাটার কে? বিরাট কোহলি কি তিন নম্বরেই ব্যাট করবে? ঈশান কিশন খুব ভাল ব্যাট করছে। ও যেখানে খুশি ব্যাট করতে পারে। হার্দিক পাণ্ড্য ওদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। গুজরাত টাইটান্স দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে আইপিএলে। কিন্তু ভারতীয় দল এখনও গোছানো নয়। এটা আমাকে খুব অবাক করেছে। রোহিত, বিরাটকে রান করতে হবে। ভারতের ব্যাটিং এবং বোলিং দু’জায়গাতেই সমস্যা রয়েছে।”