T20 World Cup 2022

রোহিতরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দাবিদার নন! মনে করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

এশিয়া কাপে ভারত ব্যর্থ হওয়ার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাদের নিয়ে বেশি আশা দেখছেন না রুদ্রপ্রতাপ সিংহ। রোহিতদের সামনে কঠিন লড়াই বলে মনে করছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৩
Share:

এশিয়া কাপে রোহিতরা ব্যর্থ হওয়ায় উঠছে নানা প্রশ্ন। —ফাইল চিত্র

রোহিতদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার দাবিদার মনে করছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার রুদ্রপ্রতাপ সিংহ। ২০০৭ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন তিনি। রুদ্রপ্রতাপ মনে করেন, এশিয়া কাপে রোহিতরা যা খেলেছেন তাতে তাঁদের থেকে খুব বেশি আশা করা যাচ্ছে না।

Advertisement

এশিয়া কাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পরে সবার প্রশ্ন, টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন খেলবেন রোহিত শর্মারা। সংবাদমাধ্যমে এই প্রশ্নের জবাবে রুদ্রপ্রতাপ বলেন, ‘‘এশিয়া কাপে ব্যর্থতার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতার দাবিদার বলা যাবে না। কারণ, বিশ্বকাপে আরও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে রোহিতদের।’’

দাবিদার না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ভাল খেলতে হলে দলে এত বদল করলে হবে না বলে জানিয়েছেন রুদ্রপ্রতাপ। তিনি বলেন, ‘‘ভারত যদি বিশ্বকাপ জিততে চায় তা হলে দলে এত বদল করলে হবে না। বিশ্বকাপে যারা খেলবে তাদেরই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলাতে হবে। তবেই একটা ভাল দল তৈরি হবে। ১১-১২ জন ক্রিকেটারকে ক্রমাগত খেলাতে হবে। নইলে বিশ্বকাপে ভারত ভাল খেলতে পারবে না।’’

Advertisement

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং বিশ্বকাপের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিসিআই। তবে দলে মহম্মদ শামি ও কুলদীপ যাদবকে খেলানো উচিত বলে মনে করছেন রুদ্রপ্রতাপ। তিনি বলেন, ‘‘আমি শামিকে খেলাব। কারণ, অস্ট্রেলিয়ার উইকেটে ও ভাল বাউন্স পাবে। কুলদীপকেও খেলাব। কারণ, অস্ট্রেলিয়ার মাঠে ওর বিরুদ্ধে বড় শট খেলা কঠিন হবে। লোকেশ রাহুল হয়তো দলে থাকবে। কিন্তু প্রথম একাদশে আমি ওকে দেখছি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement