রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে প্রতিযোগিতার সেরা একাদশ বেছে নিয়েছে আইসিসি। পাশাপাশি সেরা একাদশ বেছেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। তাঁর দলে চার জন ভারতীয় জায়গা পেয়েছেন। তবে সেই তালিকায় রোহিত শর্মা ও মহম্মদ শামি নেই। চার ভারতীয় ছাড়া নিউ জ়িল্যান্ডের তিন এবং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ডের এক জন করে ক্রিকেটারকে নিয়েছেন অশ্বিন।
ফাইনালে ওপেন করতে নেমে ম্যাচ জেতানো ইনিংস খেললেও অশ্বিনের দলে ওপেনারের জায়গা পাননি রোহিত। অশ্বিন ওপেনার হিসেবে রেখেছেন নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ইংল্যান্ডের বেন ডাকেটকে। রাচিন দু’টি শতরান করেছেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। পাশাপাশি ডাকেটও রান করেছেন। তাই দুই বাঁহাতির উপর ভরসা দেখিয়েছেন অশ্বিন।
তিন ও চার নম্বরে দুই ভারতীয়কে রেখেছেন অশ্বিন। তিন নম্বরে বিরাট কোহলি ও চারে শ্রেয়স আয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’জনেই ভাল খেলেছেন। কোহলি পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলকে জিতিয়েছেন। শতরানও করেছেন। শ্রেয়স শতরান না করলেও প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।
ভারতের মিডল অর্ডারে অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য ও লোকেশ রাহুল ভাল খেললেও অশ্বিনের দলে জায়গা পাননি তাঁরা। বদলে পাঁচ থেকে আট নম্বর পর্যন্ত তিনি রেখেছেন অস্ট্রেলিয়ার জস ইংলিস, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, আফগানিস্তানের আজ়মাতুল্লা ওমরজাই ও নিউ জ়িল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলকে। এই চার জনের মধ্যে অবশ্য অলরাউন্ডার হিসাবে রয়েছেন ওমরজাই ও ব্রেসওয়েল।
দুই স্পিনার হিসাবে ভারতের কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে রেখেছেন অশ্বিন। দু’জনেই ভাল খেলেছেন। বরুণ ন’টি ও কুলদীপ সাতটি উইকেট নিয়েছেন। একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসাবে নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরিকে রেখেছেন অশ্বিন। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ১০টি উইকেট নিয়েছেন হেনরি। শামি নিয়েছেন ন’টি উইকেট। কিন্তু তিনি জায়গা পাননি দলে। দ্বাদশ ব্যক্তি হিসাবে নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারকে রেখেছেন অশ্বিন।
অশ্বিনের সেরা একাদশ— রাচিন রবীন্দ্র, বেন ডাকেট, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, জস ইংলিস, ডেভিড মিলার, আজ়মাতুল্লা ওমরজাই, মাইকেল ব্রেসওয়েল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ম্যাট হেনরি। দ্বাদশ ব্যক্তি— মিচেল স্যান্টনার।