Mohammed Kaif on PCB

‘পুরো মাঠ ঢাকারও পয়সা নেই!’ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ভেস্তে যাওয়ায় নিশানায় পাকিস্তান বোর্ড

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশানা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৭
Share:
cricket

রাওয়ালপিন্ডির মাঠে শুধু পিচ ও তার চারপাশ ঢাকা রয়েছে। আউটফিল্ড ঢাকা নেই। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন ঘিরে আবার নিন্দা শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশানা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর প্রশ্ন, আইসিসির কাছ থেকে পাওয়া টাকা কোথায় ব্যবহার করেছে পাক বোর্ড? পুরো মাঠ ঢাকারও পয়সা নেই তাদের?

Advertisement

সোমবার ম্যাচ হয়েছিল রাওয়ালপিন্ডিতে। মঙ্গলবার সেখানেই অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছিল। কিন্তু খেলার আগে থেকেই বৃষ্টি শুরু হয়। ফলে টস পিছিয়ে যায়। বৃষ্টি টানা হচ্ছিল। মাঠেই অপেক্ষা করছিল দু’দল। এক দিনের ক্রিকেটে সবচেয়ে কম ২০ ওভারের খেলা হতে পারে। সেই খেলা শুরু হওয়ার শেষ সময় ছিল সন্ধ্যা ৭.৩২ মিনিট। ফলে বৃষ্টি হলেও একটা আশা ছিল।

বিকাল সাড়ে ৫টার সময় আম্পায়ারের মাঠ পর্যবেক্ষণ করে জানিয়ে দেন, খেলা হওয়ার পরিস্থিতি নেই। অর্থাৎ, যদি বৃষ্টি থামেও তবু নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা যাবে না। তাই খেলা ভেস্তে যায়। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দু’দলই ১ পয়েন্ট করে পায়। এই ম্যাচের পর গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এসে পড়েছে চারটি দলই।

Advertisement

এখানেই প্রশ্ন তুলেছেন কাইফ। বৃষ্টি হওয়ার সময় দেখা যাচ্ছিল, শুধুমাত্র পিচ ও তার চারপাশের এলাকা ঢাকা রয়েছে। বাকি পুরো মাঠ খোলা। ফলে আউটফিল্ডে জল জমে। সেই কারণেই মাঠ খেলার উপযোগী করে তোলা যায়নি। কাইফ প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজন ঘিরে। তিনি সমাজমাধ্যমে লেখেন, “রাওয়ালপিন্ডির পুরো মাঠ কেন ঢাকা হল না? এটা লজ্জা। এত গুরুত্বপূর্ণ একটা খেলা হল না শুধুমাত্র মাঠ ঢাকা না থাকায়। পুরো মাঠ ঢাকারও কি পয়সা নেই? আইসিসির থেকে পাওয়া টাকা কোথায় কাজে লাগালো আয়োজক দেশ?”

এখন বিশ্বের অনেক বড় মাঠে জলনিকাশি ব্যবস্থা উন্নত হয়েছে। ভারতে কলকাতার ইডেন গার্ডেন্সে বা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে জলনিকাশি ব্যবস্থা এত ভাল যে বৃষ্টি থামার আধ ঘণ্টা পরেই খেলা শুরু করা যায়। বৃষ্টির সময় যদি পুরো মাঠ ঢাকা থাকে তা হলে আউটফিল্ডে জল জমতে পারে না। সে ক্ষেত্রে বৃষ্টি থামলে তাড়াতাড়ি খেলা শুরু করা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতায় সেই ব্যবস্থা থাকা জরুরি। এই প্রশ্নই তুলেছেন কাইফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement