Vinod Kambli

হাসপাতালের বিছানায় শুয়ে কাম্বলির পরামর্শ, ‘বড়দিনে মাতাল হবেন না’

দু’এক দিনের মধ্যে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা কাম্বলির। এমন অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়েই সমর্থকদের বার্তা দিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৯
Share:

বিনোদ কাম্বলি। —ফাইল চিত্র।

এখনও পুরোপুরি সুস্থ নন বিনোদ কাম্বলি। তবে আগের থেকে অনেকটা ভাল আছেন বলে জানালেন নিজেই। দু’-এক দিনের মধ্যে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলেও আশা তাঁর। এমন অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়েই সমর্থকদের বার্তা দিলেন কাম্বলি।

Advertisement

ভারতীয় দলের হয়ে খেলা কাম্বলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান নিজের দোষেই। তাঁর জীবনযাপনের কারণেই বাদ পড়তে হয়েছিল দল থেকে। মদ্যপান তাঁর জীবনে অনেক ধরনের সমস্যা নিয়ে এসেছিল। সেই কাম্বলি সমর্থকদের মদ খেতে বারণ করলেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “সামনেই বড়দিন, নিউ ইয়ার। জীবনটা উপভোগ করো। কিন্তু সব ভুলে গিয়ে নয়। কিছুটা বাঁচিয়ে রেখো। মজা করতে গিয়ে সব ভুলে যেয়ো না। মাতাল হয়ে যেয়ো না। কারণ মা-বাবা সেটা পছন্দ করবে না।”

কাম্বলি কিছু দিন আগে জানিয়েছিলেন যে, তিনি এখন আর মদ্যপান করেন না। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর মূত্রনালির সংক্রমণের চিকিৎসা চলছে। মাথায় রক্তজমাট বাঁধছে বলেও জানা গিয়েছে। কাম্বলি বলেন, “এখন অনেকটা ভাল আছি। আমি ক্রিকেটকে কখনও ভুলব না। এখনও মনে আছে ক’টা শতরান আর দ্বিশতরান করেছি। কয়েক দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাব।”

Advertisement

কথা বলার সময় কাম্বলির মুখ বার বার বেঁকে যাচ্ছিল। তিনি যে এখনও পুরোপুরি সুস্থ নন তা তাঁকে দেখে বোঝা যাচ্ছে। যদিও মুখে হাসি লেগে রয়েছে কাম্বলির। তিনি বলেন, “আমি লড়াই ছাড়ছি না। কারণ আমি লড়তে জানি।” হাসপাতালের বিছানায় শুয়ে গান গাইতেও শোনা গেল কাম্বলিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement