Manoj Tiwary

মন্ত্রী থেকে এ বার কোচ হওয়ার পথে মনোজ, বোর্ডের ‘লেভেল টু’ পরীক্ষায় উত্তীর্ণ

ভারতীয় ক্রিকেট বোর্ডের পরীক্ষায় ভাল নম্বর নিয়ে পাশ করেছেন মনোজ তিওয়ারি। লেভেল টু-র পরীক্ষায় পাশ করেছেন। এ বার লেভেল থ্রি-র পরীক্ষায় বসতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৪:৫৫
Share:
Manoj Tiwary

মনোজ তিওয়ারি। —ফাইল চিত্র।

ধাপে ধাপে কোচ হওয়ার পথে এগিয়ে চলেছেন মনোজ তিওয়ারি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরীক্ষায় ভাল নম্বর নিয়ে পাশ করেছেন তিনি। ‘লেভেল টু’ পরীক্ষায় পাশ করেছেন। এ বার ‘লেভেল থ্রি’ পরীক্ষায় বসতে পারবেন।

Advertisement

ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) ‘লেভেল টু’ কোচ হওয়ার পরীক্ষায় বসেছিলেন মনোজ। সেখানে ডিস্টিংশন নিয়ে পাশ করেছেন তিনি। মনোজ বলেন, “জীবনে কিছু কিছু এমন মুহূর্ত আসে যা আনন্দ দিয়ে যায়। সেই সঙ্গে দায়িত্ব বাড়িয়ে দেয়। এটা এমনই একটা দিন। বাংলার ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ। ওরাই বোর্ডের কাছে আমার নাম প্রস্তাব করেছিল। সেই সঙ্গে ভিভিএস লক্ষ্মণকেও ধন্যবাদ।” এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন মনোজ।

ফাস্টট্র্যাক হাইব্রিড লেভেল টু কোচের পরীক্ষায় বসেছিলেন মনোজ। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স (সিওই) এই পরীক্ষা নেয়। সেই কমিটির প্রধান লক্ষ্মণ। তিনি এনসিএ-এর প্রধানও। লক্ষ্মণের তত্ত্বাবধানেই পরীক্ষা হয়। আগামী দিনে মনোজ ‘লেভেল থ্রি’ পরীক্ষাতেও বসবেন বলে জানিয়েছেন।

Advertisement

ক্রিকেটার মনোজের স্বপ্ন ছিল বাংলার হয়ে রঞ্জি ট্রফি জয়। সেই স্বপ্নপূরণ হয়নি। কখনও ফাইনাল, কখনও সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে মনোজকে। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রিকেটার হিসাবে নিজের সেই স্বপ্নপূরণ করতে না পারলেও ভবিষ্যতে কোচ হিসাবে তা পূরণ করার পথ খোলা রাখছেন। নিজেকে কোচ হিসাবে তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement