India vs England

ধাক্কা সামলে ম্যাচে ফিরল ইংল্যান্ড, ভারতের থেকে এগিয়ে ১২৬ রানে, শতরান করে পাল্টা দিলেন পোপ

চা বিরতির পরে পাল্টা আক্রমণের পথে গেলেন ওলি পোপ। ইংল্যান্ডের সহ-অধিনায়কের শতরান ম্যাচে ফিরল ইংল্যান্ড। পোপকে সঙ্গ দিলেন বেন ফোকস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১৬:৫০
Share:

শতরানের পরে ইংল্যান্ডের ওলি পোপ। ছবি: পিটিআই।

তৃতীয় দিন চা বিরতির আগেই ৫ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। তখনও ভারতের থেকে ১৮ রানে পিছিয়ে ছিল তারা। দেখে মনে হচ্ছিল, তৃতীয় দিনই খেলা জিতে যাবে ভারত। কিন্তু চা বিরতির পরে পাল্টা আক্রমণের পথে গেলেন ওলি পোপ। ইংল্যান্ডের সহ-অধিনায়কের শতরানে ম্যাচে ফিরল ইংল্যান্ড। পোপকে সঙ্গ দিলেন বেন ফোকস। তৃতীয় সেশনে মাত্র একটি উইকেট তুলতে পারল ভারত। দিনের শেষে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ৩১৬। ভারতের থেকে ১২৬ রানে এগিয়ে তারা।

Advertisement

তৃতীয় সেশনে হায়দরাবাদের পিচ একটু বেশিই মন্থর দেখাল। ফলে বল ঘুরলেও গতি কম থাকায় খেলতে সমস্যা হল না ইংল্যান্ডের ব্যাটারদের। পোপ গোটা সেশনে সুইপ ও রিভার্স সুইপ কাজে লাগিয়ে রান তুললেন। ভারতীয় স্পিনারদের একটি নির্দিষ্ট জায়গায় বল করতে দিলেন না। ফোকসও ভাল খেলছিলেন। দু’জনে মিলে দলের রানকে ৩০০-র কাছে নিয়ে গেলেন। ভারতের মাটিতে শতরান করলেন পোপ। নিজের দায়িত্ব পালন করলেন তিনি।

১১০ রানের মাথায় রবীন্দ্র জাডেজার বলে পোপের ক্যাচ ছাড়েন অক্ষর পটেল। তাতে বিরক্তি বাড়ল ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখে। সেশনের একমাত্র উইকেট নিলেন অক্ষরই। ৩৪ রানের মাথায় ফোকসকে বোল্ড করলেন তিনি। তবে তত ক্ষণে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। অপরাজিত থেকে দিনের খেলা শেষ করলেন পোপ। তিনি অপরাজিত রয়েছেন ১৪৮ রানে। সঙ্গী রেহান আহমেদ অপরাজিত ১৬ রানে।

Advertisement

প্রথম ইনিংস শেষে ভারত ১৯০ রানে এগিয়ে ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশন শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ১৭২/৫। জো রুট এবং বেন ডাকেটের উইকেট তুলে নেন বুমরা। শুধু উইকেট নেওয়াই নয়, বুমরার বল বুঝতে পারছিলেন না ইংরেজ ব্যাটারেরা। বলের গতির হেরফের করলেন, কাটার দিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করলেন। বুমরা দেখালেন পিচ থেকে সাহায্য না পেলে কী ভাবে পেসারদের বল করতে হয়। আর উল্টো দিকে দাঁড়িয়ে সেটা দেখতে দেখতে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস হয়তো ভাবছেন জেমস অ্যান্ডারসনকে বাইরে বসিয়ে রাখাটা উচিত হয়নি।

বুমরার দাপটের সঙ্গে ছিল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের ঘূর্ণি। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো যেমন জাডেজার বল ছেড়ে দিলেন বোল্ড হওয়ার জন্য। বেয়ারস্টোকে আউট করার আগের বলটা বাইরে গিয়েছিল। ঠিক সেখানেই ফেললেন পরের বলটা। কিন্তু এ বার বল ছিল উইকেটে। বুঝতে পারেননি বেয়ারস্টো। অশ্বিনের বলে বোল্ড হন স্টোকস। চা বিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ডের বেন ফোকস এবং অলি পোপ ক্রিজ়ে রয়েছেন। তাঁদের হাত ধরেই ভারতের রান টপকাতে চাইবে ইংল্যান্ড। যদিও কত রানের লিড নিতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলেছিল ২৪৬ রান। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের তিন জন ব্যাটার ৮০ রানের ঘরে আউট হলেন। ওপেনার যশস্বী জয়সওয়াল ৮০ রান করেন। লোকেশ রাহুল করেন ৮৬ রান। তাঁরা দু'জনেই শুক্রবার আউট হয়েছিলেন। শনিবার সকালে ৮৭ রানে আউট হয়ে যান রবীন্দ্র জাডেজা। তাঁর ব্যাটেই শতরানের অপেক্ষা করছিল ভারত। কিন্তু রুট তা হতে দিলেন না, এলবিডব্লিউ করে দিলেন জাডেজাকে।

রুট পর পর দু’বলে জাডেজা এবং যশপ্রীত বুমরাকে আউট করে দেন। তাতেই ভারতের ইনিংসের আয়ু কমে যায়। রেহান আহমেদ তুলে নেন অক্ষর পটেলের উইকেট। ৪৪ রান করে আউট হয়ে যান ভারতীয় স্পিনার। সেই সঙ্গে ভারতের ইনিংসও শেষ হয়ে যায় ৪৩৬ রানে।

ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন রুটই। দু’টি করে উইকেট নিয়েছেন টম হার্টলি এবং রেহান আহমেদ। একটি উইকেট নেন জ্যাক লিচ। রান আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রুট ২৯ ওভারে ৭৯ রানে ৪ উইকেট তুলে নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement