IPL 2025

২০৩ রান তুলেও গুজরাতের কাছে হার! দলের ফিল্ডিংকে দুষলেন দিল্লির জোরে বোলার মুকেশ

শুভমন গিলের দলের কাছে হারতে হলেও আশাবাদী দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমার। ভুল শুধরে এগিয়ে যেতে চান বাংলার ক্রিকেটার। হারের অন্যতম কারণ হিসাবে ফিল্ডিংকে চিহ্নিত করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:৩১
Share:
Picture of Mukesh Kumar

মুকেশ কুমার। ছবি: বিসিসিআই।

গুজরাত টাইটান্সের কাছে হেরে হতাশ মুকেশ কুমার। দিল্লি ক্যাপিটালসের বোলারের মতে, দলের ফিল্ডিং একটু ভাল হলেই তাঁরা হারাতে পারতেন শুভমন গিলের দলকে। পরের ম্যাচের আগে কয়েকটি বিষয়ে দলের উন্নতি প্রয়োজন বলেও মনে করেন মুকেশ।

Advertisement

শনিবার ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলার ক্রিকেটার। ৪ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ২০৩ রান তুলেও দিল্লি হেরে যাওয়ায় হতাশ মুকেশ। তিনি বলেছেন, ‘‘আমরা খারাপ খেলিনি। আমাদের ফিল্ডিং আরও একটু ভাল হলে ফল অন্য রকম হতে পারত। আরও ১০-১৫ রান তুললে বা বোলারেরা কম রান দিলেও ফল আমাদের পক্ষে আসতে পারত। এর কোনও একটা একটু ভাল করতে পারলেই প্রতিপক্ষ দল চাপে থাকত।’’

গুজরাত এবং দিল্লি দু’দলই সাতটি করে ম্যাচ খেলে পাঁচটি করে জিতেছে। গুজরাত নেট রান রেটে সামান্য এগিয়ে থাকায় পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে। গুজরাতকে হারাতে পারলে দিল্লি শনিবার ভাল জায়গায় পৌঁছে যেত। হতাশ হলেও আশাবাদী মুকেশ। তিনি বলেছেন, ‘‘প্রতিটি হার আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। এই ম্যাচ থেকেও শিখলাম আমরা। কোন কোন বিভাগে আরও উন্নতি প্রয়োজন বুঝলাম। জেতার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামি আমরা। সব সময় লক্ষ্য পূরণ হয় না। এটা কোনও সমস্যা নয়। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের।’’

Advertisement

আগামী ২২ এপ্রিল অক্ষর পটেলের দলের পরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থদের বিরুদ্ধে লড়াই লখনউয়ের একনা স্টেডিয়ামে। এই ম্যাচ দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ, গত বার লখনউকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল এ বার দিল্লি শিবিরে। আর গত বার দিল্লির অধিনায়ক পন্থ এ বার লখনউয়ের নেতৃত্বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement