IPL 2025

আইপিএল শুরুর আগেই ‘ধাক্কা’ দিল্লি ক্যাপিটালস শিবিরে, প্রথম দু’টি ম্যাচে অনিশ্চিত রাহুল

গত বছর পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। এ বার নিলামে তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছে দিল্লি ক্যাপিটালস। প্রথম কয়েকটি ম্যাচে তিনি না-ও খেলতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ২০:৩৬
Share:
picture of Lokesh Rahul

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

আইপিএল শুরুর আগেই ‘ধাক্কা’ অক্ষর পটেলদের শিবিরে। প্রথম দু’টি বা তিনটি ম্যাচে লোকেশ রাহুলকে সম্ভবত পাবে না দিল্লি ক্যাপিটালস। দিল্লি শিবিরের গোপন খবর ফাঁস করে দিয়েছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি।

Advertisement

আইপিএলের প্রথম সপ্তাহে রাহুলকে পাওয়ার সম্ভাবনা কম। ২৪ মার্চ নিজের পুরনো দল লখনউ সুপার জায়ান্টস এবং ৩০ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সম্ভাবনা প্রায় নেই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটারের। রাহুলের অবশ্য চোট-আঘাত বা অন্য কোনও শারীরিক সমস্যা নেই। তাঁর স্ত্রী আথিয়া শেট্টি সন্তানসম্ভবা। মার্চের শেষ সপ্তাহে রাহুল-আথিয়ার প্রথম সন্তানের জন্ম হতে পারে। সূত্রের খবর, এ সময় স্ত্রীর পাশে থাকতে চান রাহুল। কয়েক দিন ছুটির আর্জি জানিয়েছেন দিল্লি কর্তৃপক্ষের কাছে। তাঁর আবেদন মঞ্জুর করেছেন দিল্লি কর্তৃপক্ষও।

প্রথম দু’টি ম্যাচে রাহুলের না খেলার সম্ভাবনার কথা স্টার্ক জানিয়েছেন স্ত্রী হিলিকে। অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক সে কথা ফাঁস করে দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে হিলি বলেছেন, ‘‘হ্যারি ব্রুক নেই। তার পরিবর্তে দিল্লি কাকে খেলাবে, তা নিয়ে আগ্রহ রয়েছে। দলে লোকেশ রাহুল আছে। তবে আমার মনে হচ্ছে রাহুল সম্ভবত প্রথম দু’টি ম্যাচ খেলবে না। প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছে রাহুল এবং ওর স্ত্রী। রাহুল দুর্দান্ত এক জন ক্রিকেটার। আগ্রাসী ব্যাটিং করতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী ইনিংস খেলতে পারে। তাই ওর পরিবর্ত নিয়েও আমার আগ্রহ রয়েছে। ব্যাপারটা বেশ রোমাঞ্চকর হবে মনে হচ্ছে।’’ উল্লেখ্য, রাহুলের মতো হিলিও উইকেটরক্ষক-ব্যাটার।

Advertisement

দিল্লি শিবির থেকে অবশ্য রাহুলের না খেলার ব্যাপারে সরকারি ভাবে কিছু বলা হয়নি। তাই রাহুলকে ক’টি ম্যাচে পাওয়া যাবে না, তা নিশ্চিত নয়। গত বছর পর্যন্ত লখনউয়ের অধিনায়ক ছিলেন রাহুল। এ বার নিলামে তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছে দিল্লি। তাঁকে অধিনায়ক করতে আগ্রহী ছিলেন দিল্লি কর্তৃপক্ষও। কিন্তু রাহুল নিজেই সাধারণ ক্রিকেটার হিসাবে খেলতে চেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement