Sanjana Ganesan on Son Angad

‘আমাদের ছেলে আপনাদের বিনোদনের বিষয় নয়!’ আইপিএলের মাঝে ক্ষুব্ধ বুমরাহ-পত্নী সঞ্জনা

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন গ্যালারিতে জসপ্রীত বুমরাহের সন্তান অঙ্গদকে দেখা গিয়েছে। তাকে নিয়ে মশকরা হয়েছে সমাজমাধ্যমে। এই ঘটনায় বিরক্ত বুমরাহের স্ত্রী সঞ্জনা গণেশন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৩:০৯
Share:
cricket

পুত্র অঙ্গদ (মাঝে) ও স্ত্রী সঞ্জনার (ডান দিকে) সঙ্গে জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

সমালোচকদের একহাত নিলেন সঞ্জনা গণেশন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন গ্যালারিতে জসপ্রীত বুমরাহের সন্তান অঙ্গদকে দেখা গিয়েছে। সঞ্জনার কোলেই বসেছিল দেড় বছরের অঙ্গদ। তাকে নিয়ে মশকরা হয়েছে সমাজমাধ্যমে। এই ঘটনায় বিরক্ত বুমরাহের স্ত্রী সঞ্জনা। তিনি পাল্টা জবাব দিয়েছেন। তাঁর সন্তানের জীবন থেকে সকলকে দূরে থাকতে বলেছেন তিনি।

Advertisement

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বুমরাহ উইকেট নেওয়ার পরেই গ্যালারিতে বসে থাকা সঞ্জনা ও অঙ্গদের দিকে ক্যামেরা তাক করে। সঙ্গে সঙ্গে অঙ্গদের দুই হাত উপরে তুলে ধরেন সঞ্জনা। এই ঘটনার পর অঙ্গদকে নিয়ে অনেকে মশকরা করেন। বিষয়টি ভাল ভাবে নেননি সঞ্জনা। তিনি পাল্টা জবাব দিয়েছেন।

ইনস্টাগ্রামে সঞ্জনা লিখেছেন, “আমাদের ছেলে আপনাদের বিনোদনের বিষয় নয়। আমি ও জসপ্রীত অঙ্গদকে সমাজমাধ্যম থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করি। আমি জানি, ক্যামেরাভর্তি একটা স্টেডিয়ামে একটা বাচ্চাকে নিয়ে যাওয়ার ফল কী হতে পারে। কিন্তু সকলকে বুঝতে হবে যে আমি আর অঙ্গদ শুধুমাত্র জসপ্রীতকে সমর্থন করতেই স্টেডিয়ামে যাই।”

Advertisement

সঞ্জনা স্পষ্ট করে দিয়েছেন যে পুত্রকে প্রচারের আলোয় রাখার কোনও ইচ্ছা তাঁদের নেই। তিনি লিখেছেন, “সমাজমাধ্যম, খবর বা প্রচারের আলোয় অঙ্গদকে আনার কোনও ইচ্ছা আমাদের নেই। আমরা চাই না, ৩ সেকেন্ডের একটা ভিডিয়ো দেখে কেউ বিচার করুক অঙ্গদের কী সমস্যা রয়েছে বা ওর ব্যক্তিত্ব কেমন।”

সন্তান হওয়ার পর থেকে খুব কমই অঙ্গদকে প্রকাশ্যে এনেছেন সঞ্জনা ও বুমরাহ। গত বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বার্বাডোজ়ের মাঠে বাবা-মায়ের সঙ্গে উল্লাস করেছিল অঙ্গদ। তাঁরা চান না, তাঁদের সন্তানকে যাঁরা চেনেন না, তাঁরা অকারণে বিভিন্ন মন্তব্য করুক। সঞ্জনা বলেন, “ওর মাত্র দেড় বছর বয়স। ওর সঙ্গে মানসিক সমস্যা বা হতাশার মতো শব্দ জুড়তে দেখে খুব খারাপ লাগছে। আপনারা আমাদের ছেলের ব্যাপারে কিচ্ছু জানেন না। আমাদের জীবনের ব্যাপারে কিচ্ছু জানেন না। তাই আমি অনুরোধ করছি, আপনারা সেটা মাথায় রেখে আপনাদের মতামত দিন। আজকের দুনিয়ায় সামান্য সততা ও উদারতার অনেক গুরুত্ব রয়েছে।”

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সঞ্জনার পাশে দাঁড়িয়েছেন নেটাগরিকদের একটা বড় অংশ। মুম্বই-লখনউ ম্যাচের পর অঙ্গদের ভিডিয়ো নিয়ে মশকরা শুরু হতে অনেকেই তার প্রতিবাদ করেছেন। প্রতিবাদের মুখে অনেকেই নিজেদের ভিডিয়ো মুছে ফেলতেও বাধ্য হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement