পুরস্কার পাওয়ার পর বাবা বিধু বিনোদ (ডান দিকে) ও মা অনুপমার (বাঁ দিকে) মাঝে অগ্নি। ছবি: সমাজমাধ্যম।
ভাল খেলার পুরস্কার পেলেন বলিউডের চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়ার পুত্র অগ্নি চোপড়া। গত মরসুমে রঞ্জি ট্রফির প্লেট লিগে সর্বাধিক রান করেছেন তিনি। তারই পুরস্কার পেয়েছেন অগ্নি। ভারত অধিনায়ক রোহিত শর্মার হাত থেকে পুরস্কার পেয়েছেন অগ্নি। আদর্শের হাত থেকে পুরস্কার পেয়ে অগ্নি জানিয়েছেন, বৃত্ত পূর্ণ হয়েছে তাঁর।
পুরস্কার পাওয়ার পাশাপাশি সচিন তেন্ডুলকর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহদের সঙ্গে এক ফ্রেমে ছবি উঠেছে তাঁর। রোহিতের হাত থেকে তিনি পুরস্কার পাবেন, তা স্বপ্নেও ভাবেননি অগ্নি। তিনি বলেন, “রোহিত ভাইয়ের কাছ থেকে পাওয়ায় এই পুরস্কারের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। রোহিত ভাইও মুম্বইয়ের ক্রিকেটার। উনিই আমার আদর্শ। ছোট থেকে রোহিত ভাইয়ের খেলা দেখেছি। মনে হচ্ছে একটা বৃত্ত সম্পূর্ণ হল।”
পুরস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন অগ্নির পিতা বিধু বিনোদ ও মা অনুপমা চোপড়া। তাঁর ক্রিকেটার হয়ে ওঠার নেপথ্যে দু’জনের অবদান কোনও দিন ভুলবেন না অগ্নি। তিনি বলেন, “আমার সাফল্যের দিনে বাবা-মাকে পাশে পেয়েছি। এতে আমার আনন্দ আরও বেড়েছে। ওরা আমাকে সবসময় সাহায্য করেছে। বিশেষ করে মুম্বইয়ের দলে সুযোগ না পাওয়ার দিনগুলোতে ওদের জন্যই মনোবল ধরে রাখতে পেরেছি।”
মুম্বইয়ে বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছেন অগ্নি। কিন্তু সরফরাজ় খান, শ্রেয়স আয়ার, মুশির খানদের টপকে মুম্বই দলে জায়গা করে নিতে পারেননি। সেই কারণেই মুম্বই ছেড়ে ক্রিকেট খেলতে মিজ়োরাম চলে গিয়েছেন। বেঙ্গালুরুতে গত বছর ট্রায়াল নিতে এসেছিল মিজ়োরাম। সেখানে অগ্নিকে দলে নেওয়ার কথা ভাবে মিজ়োরাম ক্রিকেট সংস্থা। মিজ়োরামকে প্লেট থেকে এলিট গ্রুপে তোলাই লক্ষ্য তাঁর।
রঞ্জির গত মরসুমে ৯৩৯ রান করেছেন অগ্নি। প্রায় ৮০-র গড়ে রান করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১১টি ম্যাচ খেলেছেন অগ্নি। ২০টি ইনিংসে ১৮০৪ রান করেছেন তিনি। গড় ৯৪.৯৪, যা ঘরোয়া ক্রিকেটে খুবই ভাল। ৯টি শতরান ও ৫টি অর্ধশতরান করেছেন অগ্নি। সেই কারণেই বিসিসিআই তাঁকে পুরস্কার দিয়েছে। এই ফর্ম রঞ্জির আগামী মরসুমেও ধরে রাখতে চান অগ্নি।