ব্রিসবেনে প্রথম দিনের খেলার একটি মুহূর্ত। ছবি: এক্স (টুইটার)।
ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা দেখতে এসেছিলেন ৩০১৪৫ জন। তাঁরা সকলে টিকিটের টাকা ফেরত পাবেন। এমনই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃষ্টির জন্য ১৩.২ ওভারের বেশি খেলা সম্ভব হয় ব্রিসবেন টেস্টের প্রথম দিন।
গাব্বায় প্রথম দিনের খেলা দেখতে আসা সব সমর্থককে টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা। এই সিদ্ধান্তের মধ্যে অবশ্য নতুনত্ব কিছু নেই। নির্দিষ্ট নিয়ম মেনেই ক্রিকেটপ্রেমীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃষ্টি জন্য ব্রিসবেনে প্রথম দিন খেলা হয়েছে ১৩.২ ওভার। ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি অনুযায়ী, টেস্ট ম্যাচের কোনও দিন কমপক্ষে ১৫ ওভার খেলা না হলে ক্রিকেটপ্রেমীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। শনিবার ভারত-অস্ট্রেলিয়ার খেলা হয়েছে ১৩.২ ওভার। অর্থাৎ ১৫ ওভারের থেকে ১০ বল কম। তাই মাঠে আসা দর্শকদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা।
বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। দু’টেস্টের পর ফলাফল ১-১। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য জয় প্রয়োজন দু’দলেরই।