মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।
কিছু দিন আগে রুতুরাজ গায়কোয়াড়ের বদলে আয়ুষ মাত্রেকে নিয়েছিল চেন্নাই। এ বার আরও এক নতুন ক্রিকেটার যোগ দিলেন সেই দলে। শুক্রবার জানানো হয়েছে, চোটের কারণে বোলার গুরজপনীত সিংহ ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। তাঁর জায়গায় নেওয়া হচ্ছে ডেওয়াল্ড ব্রেভিসকে।
দক্ষিণ আফ্রিকার ব্রেভিস ক্রিকেটবিশ্বে ‘বেবি এবি’ নামে পরিচিত। কারণ তাঁর খেলার সঙ্গে প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের মিল রয়েছে। অতীতে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। মহানিলামে কোনও দলই তাঁকে কেনেনি। চেন্নাইয়ের হাত ধরে আবার আইপিএলে খেলবেন।
ব্রেভিস যোগ দেওয়ায় মিডল অর্ডারে চেন্নাইয়ের সমস্যা কাটবে বলে মনে করছেন অনেকে। কারণ, চলতি আইপিএলে সাত ম্যাচে দু’টি জয় পাওয়া চেন্নাইকে প্রতি ম্যাচেই ভুগিয়েছে মিডল অর্ডারের ব্যর্থতা। ব্রেভিস সেই জায়গাটি মেরামত করতে পারেন।
ডিভিলিয়ার্সের মতোই ঝোড়ো ক্রিকেট খেলার মানসিকতা রয়েছে ব্রেভিসের। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৬ রান করেছিলেন। এক বিশ্বকাপে সেটাই সবচেয়ে বেশি রান। তরুণতম প্রোটিয়া ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে শতরান রয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ৫২ বলে শতরান করেন। সেই ম্যাচে ১৬২ রান করেন, যা টি-টোয়েন্টিতে তাঁর সর্বোচ্চ স্কোর। নিজের দেশের লিগ ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, মেজর লিগ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
চেন্নাই জানিয়েছে, ২.২ কোটি টাকায় যোগ দিচ্ছেন ব্রেভিস। সব মিলিয়ে ৮১টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭৮৭ রান করেছেন। ২০২২-এর বিশ্বকাপের পরেই তাঁকে সই করিয়েছিল মুম্বই। সাত ম্যাচে ১৬১ রান করেছিলেন সে বার। ২০২৪ সালে তিন ম্যাচে ৬৯ রান করেছিলেন।