আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
আইপিএলের আরও একটি নিয়ম বদল। মন্থর ওভার রেটের জন্য অধিনায়কদের আর নির্বাসিত হতে হবে না। তাঁদের ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হবে। যদিও কত ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হবে তা এখনও জানা যায়নি।
এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কিন্তু প্রথম ম্যাচে খেলতে পারবেন না হার্দিক পাণ্ড্য। গত আইপিএলে মন্থর ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল তাঁকে। গত আইপিএলে মুম্বইয়ের শেষ ম্যাচের পর শাস্তি পেয়েছিলেন তিনি। তাই সেই শাস্তি পেতে হবে এ বারের আইপিএলে। তবে আগামী দিনে আর মন্থর ওভার রেটের কারণে কোনও অধিনায়ককে নির্বাসিত হতে হবে না।
সূত্রের খবর, লেভেল ১ অপরাধের জন্য ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে। সেই সঙ্গে পেতে হবে ডিমেরিট পয়েন্ট। তিন বছরের জন্য ওই ডিমেরিট পয়েন্ট থাকবে। অর্থাৎ, প্রথম বার ডিমেরিট পয়েন্ট পাওয়ার তিন বছরের মধ্যে আবার ডিমেরিট পয়েন্ট পেলে তা যোগ হবে। লেভেল ২ অপরাধ করলে ৪ ডিমেরিট পয়েন্ট পেতে পারেন কোনও ক্রিকেটার।
চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়া ক্রিকেটারকে জরিমানা করা হতে পারে। তাঁর ম্যাচ ফি-র ১০০ শতাংশ কেটে নেওয়া হতে পারে। এই সব সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি। বেশি ডিমেরিট পয়েন্ট পেলে কোনও ক্রিকেটারকে নির্বাসিত করা হতে পারে। কিন্তু পুরনো নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের কারণে অধিনায়ককে আর নির্বাসিত আর হবে না। বৃহস্পতিবার অধিনায়কদের ছবি তোলার অনুষ্ঠান ছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইপিএল শুরুর দু’দিন আগে আরও তিনটি নিয়মে বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলে থুতু লাগানো যাবে এ বার থেকে, যা প্রত্যাশিতই ছিল। কোনও অধিনায়কই দ্বিমত প্রকাশ করেননি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। এ ছাড়া, ওয়াইডের থেকে হক-আই ব্যবহার করা যাবে।