সলমন আগা। —ফাইল চিত্র।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানো প্রধান লক্ষ্য নয় পাকিস্তানের! মহম্মদ রিজ়ওয়ানের দলের আসল লক্ষ্য অন্য কিছু। সহ-অধিনায়ক সলমন আগা ফাঁস করে দিয়েছেন পাকিস্তানের সাজঘরের গোপন পরিকল্পনা। তিনি কি মাঠে নামার আগেই হার মেনে নিলেন এক রকম?
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিযোগিতাগুলিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের থেকে অনেকটা পিছিয়ে পাকিস্তান। এক দিনের বিশ্বকাপে ভারতের অনুকূলে ফল ৮-০। টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে ভারত এগিয়ে রয়েছে ৭-১ ব্যবধানে। একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে সন্তোষজনক। ফল ২-২। ২০১৭ সালের ফাইনালে ১৮০ রানে জিতেছিল পাকিস্তান। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। তাই ভারতের বিরুদ্ধে ম্যাচকে রিজ়ওয়ানেরা আলাদা গুরুত্ব দেবেন, সেটাই স্বাভাবিক। অথচ আগা জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে জয় তাঁদের প্রধান লক্ষ্য নয়!
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সহ-অধিনায়ক বলেছেন, ‘‘এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন পাকিস্তান। আমার তর সইছে না। খুব উত্তেজিত লাগছে। আমি লাহোরের ছেলে। নিজের শহরে ট্রফি জিততে পারলে স্বপ্ন সফল হবে। চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে পাকিস্তানের।’’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে দু’দল। এই ম্যাচ নিয়ে আগা বলেছেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশ সম্পূর্ণ অন্য রকম হয়। অনেকে বলেন এটাই বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ। তবে আমার কাছে এটা একটা ম্যাচ মাত্র। কোনও একটা ম্যাচ জেতার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা।’’ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগা আরও বলেছেন, ‘‘এই ম্যাচ ভারত জেতার পরও যদি ওরা চ্যাম্পিয়ন হতে না পারে, তা হলে কী ভাল? ঈশ্বর না করুন, আমরা যদি ভারতের কাছে হেরে গিয়েও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারি, তা হলে সেটা অনেক বড় প্রাপ্তি হবে। তার মানে এমন নয় যে, আমরা ভারতের বিরুদ্ধে জিততে চাই না। দলের সবাই এই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছে। ভারতকে হারানোর জন্য আমরা সব রকম চেষ্টা করব। ব্যক্তিগত ভাবে বলতে পারি, ভারতের বিরুদ্ধে নিজের সেরাটা উজাড় করে দিতে আমি মরিয়া।’’
আইসিসি প্রতিযোগিতাগুলিতে সব মিলিয়ে ২০ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। ভারত ১৭-৩ ব্যবধানে এগিয়ে রয়েছে। স্বাভাবিক ভাবেই দুবাইয়ের ম্যাচে চাপ থাকবে রিজ়ওয়ান, বাবর আজ়মদের উপর। সম্ভবত সতীর্থদের চাপমুক্ত রাখার জন্যই আগা ভারতের বিরুদ্ধে জয়ের থেকেও বেশি গুরুত্ব দিতে চেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাকে।