Litton Das

পাকিস্তান লিগে একটিও ম্যাচ না খেলে দেশে ফিরছেন লিটন, কী হয়েছে বাংলাদেশের ক্রিকেটারের

প্রথম বার পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েছিলেন লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে অনুমতিও দিয়েছিল। কিন্তু একটিও ম্যাচ না খেলে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৭:৩৯
Share:
picture of Litton Das

লিটন দাস। ছবি: এক্স (টুইটার)।

প্রবল উৎসাহ নিয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েছিলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু একটি ম্যাচ না খেলে দেশে ফিরতে হচ্ছে তাঁকে।

Advertisement

প্রথম বার পাকিস্তান সুপার লিগে খেলার কথা ছিল লিটনের। পুরো প্রতিযোগিতায় খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি পেয়েছিলেন লিটন। সে জন্য জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ় না খেলার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। লিটন করাচি পৌঁছোনোর পর করাচি কিংস কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। দেশ ছাড়া থেকে পাকিস্তানে পৌঁছোনোর বিভিন্ন পর্যায়ের নানা ছবি সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন উৎসাহিত লিটন।

পাকিস্তানে গিয়ে অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন লিটন। তাঁর আঙুলের হাড়ে চিড় ধরা পড়েছে। দু’সপ্তাহ মতো মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে পাকিস্তানের লিগে খেলা হবে না তাঁর। তাই দেশে ফিরছেন লিটন। চোটের কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার। তিনি লিখেছেন, ‘‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু ঈশ্বরের অন্য রকম ইচ্ছা ছিল। অনুশীলনে আঙুলে চোট পেয়েছি।’’ অন্য দিকে, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, ‘‘দেশে ফিরলে লিটনের চোট পরীক্ষা করা হবে। তার পরই বলা সম্ভব কতটা গুরুতর।’’ দেশে ফিরলেও স্বাভাবিক ভাবেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও লিটনকে পাবে না বাংলাদেশ।

Advertisement

লিটন ছাড়াও বাংলাদেশের আরও দুই ক্রিকেটার পিএসএল খেলার সুযোগ পেয়েছেন। লাহোর কালান্ডার্স শিবিরে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে পেশায়ার জ়ালমির সঙ্গে যোগ দেবেন জোরে বোলার নাহিদ রানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement