Bangladesh vs New Zealand

ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে, হার বাঁচাতে লড়ছে নিউ জ়িল্যান্ড

মিরপুরের ২২ গজে যেন ব্যাটারদের জন্য কিছুই নেই। কোনও দলের ব্যাটারেরাই সুবিধা করতে পারলেন না। বাংলাদেশ-নিউ জ়িল্যান্ড টেস্টের প্রথম দিন দাপট দেখালেন বোলারেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:২১
Share:

কেন উইলিয়ামসনকে আউট করে উচ্ছ্বাস মেহদি হাসান মিরাজের। ছবি: এএফপি।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চালকের আসনে বাংলাদেশ। মিরপুরের ২২ গজে ইনিংসে ধস নামার পরেও ম্যাচের রাশ নাজমুল হোসেন শান্তদের হাতে। প্রথমে ব্যাট করে ১৭২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে দিনের শেষে নিউ জ়িল্যান্ডের রান ৫ উইকেটে ৫৫।

Advertisement

খেলা শুরুর আগে মিরপুরের উইকেট দেখে বুঝতে পারেননি চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের কোচ বলেছিলেন, দুই সেশন খেলা না হলে উইকেটের চরিত্র কেমন বলতে পারবেন না। তাই টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ শিবির। ঠিক তেমনই হল বুধবার সকালে। শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও তার মর্যাদা দিতে পারলেন না বাংলাদেশের ব্যাটারেরা। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বাংলাদেশ। নিউ জ়িল্যান্ডের বোলিং আক্রমণের সামনে বেশ অসহায় দেখিয়েছে শান্তর দলের ব্যাটারদের। দলের পক্ষে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের ৩৫। এ ছাড়া ছয় নম্বরে নেমে ৩১ রান করেছেন শাহদাত হোসেন। অধিনায়ক শান্তও (৯) ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। মেহদি হাসান মিরাজ করেছেন ২০ রান। ১৫ ওভারের মধ্যে ৪৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের ইনিংসকে কিছুটা ভরসা দেয় মুশফিকুর-শাহদাত জুটি। পঞ্চম উইকেটে তাঁরা তোলেন ৫৭ রান। এই জুটি না হলে বাংলাদেশের হাল আরও খারাপ হতে পারত। ৬৬.২ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

নিউ জ়িল্যান্ডের সফলতম বোলার একদা উইকেটরক্ষক গ্লেন ফিলিপ্স। তিনি ৩১ খরচ করে ৩ উইকেট নিয়েছেন। মিচেল স্যান্টনার ৬৫ রানে ৩ উইকেট নিয়েছেন। ৫৪ রানে ২ উইকেট আজাজ় পটেলের। তবে কৃপণতম বল করেছেন টিম সাউদি। কলকাতা নাইট রাইডার্সের বাতিল জোরে বোলার ৫.২ ওভার বল করে ১ উইকেট পেয়েছেন। অথচ একটি রানও খরচ করেননি তিনি।

Advertisement

বাংলাদেশকে কম রানে অলআউট করেও সফরকারীরা সুবিধা করতে পারলেন না। প্রথম টেস্ট হেরে সিরিজ়ে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা কেন উইলিয়ামসনের দল বেশ চাপে। মিরপুরের ২২ গজে কেউ দাঁড়াতেই পারলেন না। দুই ওপেনার টম লাথাম (৪) এবং ডেভন কনওয়ে (১১) দ্রুত আউট হওয়ার পর রান পাননি নিউ জ়িল্যান্ড অধিনায়কও। ১৪ বলে ১৩ রান করলেন উইলিয়ামসন। ব্যর্থ হেনরি নিকোলস (১) এবং টম ব্লান্ডেলও (শূন্য)। দিনের শেষে অপরাজিত রয়েছেন ড্যারিল মিচেল (১২) এবং গ্লেন ফিলিপস (৫)। বাংলাদেশের থেকে ১১৭ রানে পিছিয়ে রয়েছেন সফরকারীরা।

আয়োজকদের পক্ষে মেহেদি হাসান মিরাজ ১৭ রান ৩ উইকেট নিয়েছেন। ২৯ রানে ২ উইকেট তাইজুল ইসলামের। বৃহস্পতিবার ম্য়াচের দ্বিতীয় দিন দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই টেস্টের সিরিজ় জয় নিশ্চিত করতে হলে নিউ জ়িল্যান্ডের বাকি ৫ উইকেট দ্রুত তুলে নিতে হবে শান্তদের। অন্য দিকে, সিরিজ় হার বাঁচাতে হলে বড় রানের জুটি দরকার নিউ জ়িল্যান্ডের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement