মাহমুদুল্লা। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন মাহমুদুল্লা। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ভারতেই শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন। মঙ্গলবার অবসর নিতে পারেন বলে দাবি বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র।
গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে হেরে গিয়েছে বাংলাদেশ। পরের ম্যাচ দিল্লিতে। শেষ ম্যাচ হায়দরাবাদে। এই দু’টি ম্যাচ খেলেই মাহমুদুল্লা অবসর নিতে পারেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাহমুদুল্লা অবসর নেওয়ার কথা আগেই ঠিক করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি জানিয়েছিলেন। বিসিবি চায়, মাহমুদুল্লা মাঠ থেকেই বিদায় নিন।
৩৮ বছর বয়সি মাহমুদুল্লা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অবসরের সিদ্ধান্ত জানাতে পারেন তিনি। যদিও এখনও পর্যন্ত মাহমুদুল্লা অবসরের বিষয়ে নিজে কোনও কিছু বলেননি।
২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক হয় মাহমুদুল্লার। ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৩৯৫ রান। নিয়েছেন ৪০টি উইকেট। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ৪৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৬টিতে জিতেছে তাঁর দল। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
২০২১ সালের জুলাই মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লা। ৫০টি ম্যাচে ২৯১৪ রান করেছিলেন তিনি। পাঁচটি শতরানও করেছিলেন। এ বার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলে দেশের জার্সিতে শুধু এক দিনের ক্রিকেটই খেলবেন তিনি। মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়ে নেবেন মাহমুদুল্লা।