Bangladesh

T20 World Cup 2021: লজ্জার হারে পিচের ঘাড়ে দোষ চাপালেন বাংলাদেশ অধিনায়ক

হেরেও অধিনায়কের মুখে তাসকিন আহমেদের প্রশংসা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই উইকেট নেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ২০:০১
Share:

মাহমুদুল্লাহর মতে দুটো ম্যাচ জেতা উচিত ছিল তাঁদের। —ফাইল চিত্র

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে হার। বাংলাদেশের লজ্জার ৮৪ রানের পর পিচকে দোষ দিলেন মাহমুদুল্লাহ। তাঁর মতে এ বারের বিশ্বকাপে অন্তত দু’টি ম্যাচ জেতা উচিত ছিল তাঁদের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, “প্রথম দিকে পিচটা বোলারদের জন্য ছিল। আমরা মাঝের ওভারে খেলতে পারিনি। খারাপ ব্যাটিং করেছি। কিন্তু পিচ থেকে বোলাররা প্রচুর সাহায্য পেয়েছে।”

Advertisement

হেরেও অধিনায়কের মুখে তাসকিন আহমেদের প্রশংসা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই উইকেট নেন তিনি। মাহমুদুল্লাহ বলেন, “এই প্রতিযোগিতায় তাসকিন ভাল বল করেছে। আমাদের কাছে তাসকিন এবং মুস্তাফিজুরের মধ্যে একজনকে বেছে নিতে হত। আমরা তাসকিনকেই বেছে নিয়েছি।”

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩ রানে হারতে হয় বাংলাদেশকে। মাহমুদুল্লাহর মতে দুটো ম্যাচ জেতা উচিত ছিল তাঁদের। তিনি বলেন, “অন্তত দুটো ম্যাচ জেতা উচিত ছিল আমাদের। ম্যাচ জিতলেই অন্য রকম হয়ে যেত পরিস্থিতি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement