অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ছবি: পিটিআই।
বিশ্বকাপে রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। এই দেশে বেশ কিছু দিন হল এসেছেন প্যাট কামিন্সেরা। ভারতের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলেছেন। দু’টি প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছেন। ফলে বাকিদের থেকে এগিয়ে থেকে নামবে অস্ট্রেলিয়া। তবে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে খেলা সব সময়েই চাপের। তাই সঠিক দল নির্বাচন জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রবিবার কেমন হলে পারে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ?
ওপেনিং নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। ডেভিড ওয়ার্নারের নাম শুরুতেই থাকছে। ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচেই অর্ধশতরান করেছেন। একটি প্রস্তুতি ম্যাচে অল্পের জন্যে অর্ধশতরান পাননি। জীবনের শেষ বিশ্বকাপ তিনি স্মরণীয় করে রাখতে চাইবেন। ওয়ার্নারের সঙ্গী হতে পারেন মিচেল মার্শ। ট্রেভিস হেডের অনুপস্থিতিতে তাঁকেই উপরে খেলানো হবে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। ভাল ফর্মে রয়েছেন।
তিন নম্বরে নামবেন স্টিভ স্মিথ। ভারত সিরিজ়ে দু’টি অর্ধশতরান রয়েছে। তা ছাড়া এই দেশ অনেক দিন ধরেই তাঁর পরিচিত। ফলে সমস্যা হওয়ার কথা নয়। বিশ্বকাপ পুনরুদ্ধার করতে তিনি অস্ট্রেলিয়ার বড় ভরসা। চারে মার্নাস লাবুশেন। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার দলে ঢুকলেও সাম্প্রতিক ফর্মের বিচারে তাঁকে প্রথম একাদশে জায়গা দেওয়া হতে পারে।
পাঁচে গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নেওয়া ছাড়াও, অফস্পিনার হওয়ায় মাঝের দিকের ওভারে হাত ঘোরাতে পারেন। ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে চারটি উইকেটও নিয়েছিলেন। অলরাউন্ডার হিসাবে ছয়ে নামবেন মার্কাস স্টোয়নিস। পরের দিকে নেমে ধুমধাড়াক্কা খেলতে জুড়ি নেই তাঁর।
সাতে নামবেন অ্যালেক্স ক্যারে। উইকেটকিপার হিসাবে প্রথম একাদশে থাকলেও ব্যাট হাতে চালিয়ে খেলতে সিদ্ধহস্ত। বোলার হিসাবে প্রথমেই থাকবেন অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর ১০ ওভার এবং অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। বাঁ হাতি হিসাবে দলে থাকছেন মিচেল স্টার্ক। বিশ্বকাপে যাঁর পারফরম্যান্স অনস্বীকার্য। আর এক পেসার হিসাবে জশ হেজলউডকেও নেওয়া হতে পারে। এ ছাড়া, চেন্নাইয়ের পিচের কথা মাথায় রেখে একমাত্র স্পিনার হিসাবে থাকবেন অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ওয়ার্নার, মার্শ, স্মিথ, লাবুশেন, ম্যাক্সওয়েল, স্টোয়নিস, ক্যারে, কামিন্স, স্টার্ক, হেজলউড এবং জাম্পা।