Glenn Maxwell

শতরানে শুরু, শতরানে শেষ! মাঝে দ্বিশতরান, বিশ্বরেকর্ড করে ৫৫ দিন পর ভারত ছাড়লেন ম্যাক্সওয়েল

বিশ্বকাপ খেলতে ভারতে এসে বিশ্বরেকর্ড করে দেশ ছাড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫৫ দিনের ভারত সফরে দ্রুততম শতরানের পাশাপাশি দ্বিশতরানও লেখা থাকল অস্ট্রেলিয়ার ব্যাটারের নামের পাশে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১৭:১৪
Share:

ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে শতরানের পরে গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: পিটিআই

৫ অক্টোবর শুরু। ২৮ নভেম্বর শেষ। মাঝের ৫৫ দিনে ভারতের মাটিতে তিনটি অবিস্মরণীয় ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। শুরুটা করেছিলেন বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান দিয়ে। তার পরে বিধ্বংসী দ্বিশতরান। শেষটাও করলেন শতরান দিয়ে। ভারত অধিনায়ক রোহিত শর্মার বিশ্বরেকর্ড ছুঁয়ে ভারত ছাড়লেন ম্যাক্সওয়েল।

Advertisement

বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার পঞ্চম ম্যাচে প্রথম বার নিজের জাত চেনান তিনি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৪০ বলে শতরান করেন তিনি। তার কয়েক দিন আগেই ৪৯ বলে শতরান করে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। তাঁর রেকর্ড ভাঙেন ম্যাক্সওয়েল।

আফগানিস্তান ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের শেষ চারে জায়গা পাকা করতে সেই ম্যাচ জিততে হত অস্ট্রেলিয়াকে। প্রথমে ব্যাট করে ২৯১ রান করে আফগানিস্তান। রান তাড়া করতে নেমে ৯১ রানে ৬ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। সেখান থেকে ১২৮ বলে ২০১ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। তা-ও এক পায়ে। হ্যামস্ট্রিংয়ে টান ধরায় এক পা নাড়াতে পারছিলেন না। এক পায়ে খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

Advertisement

শেষটাও একই রকম করলেন ম্যাক্সওয়েল। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচে জিততে হত অস্ট্রেলিয়াকে। গুয়াহাটিতে ২২৩ রান তাড়া করতে নেমে শেষ ১২ বলে ৪৩ রান করতে হত অস্টেলিয়াকে। শেষ ওভারে দরকার ছিল ২১ রান। প্রসিদ্ধ কৃষ্ণকে পিটিয়ে সেই রান তুলে নেন ম্যাক্সওয়েল। ৪৮ বলে শতরান করেন তিনি, যা অস্ট্রেলিয়ার হয়ে কুড়ি-বিশের ক্রিকেটে দ্রুততম।

সেই সঙ্গে রেকর্ডও করেছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টিতে চতুর্থ শতরান করেছেন তিনি। এখনও পর্যন্ত একমাত্র রোহিতই টি-টোয়েন্টিতে চারটি শতরান করেছিলেন। সেটা ছুঁয়ে দেশ ছেড়েছেন ম্যাক্সওয়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement