australia

T20 World Cup 2021: অন্য দলের দিকে তাকিয়ে খেলতে নামবেন না ফিঞ্চ

ইংল্যান্ড প্রায় নিশ্চিত করে ফেলেছে শেষ চারে ওঠা। এই গ্রুপ থেকে সেমিফাইনালে দ্বিতীয় দল হিসেবে ওঠার লড়াই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ০৯:৪৫
Share:

পরীক্ষা: শেষ চারে যাওয়া নিয়ে আত্মবিশ্বাসী ফিঞ্চ। ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার জন্য আজ, শনিবার অস্ট্রেলিয়ার শুধু ওয়েস্ট ইন্ডিজকে হারানোই যথেষ্ট নয়। তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন, সামনে যে লক্ষ্য আছে সেটাতেই জোর দেওয়া উচিত। অন্য দলের ফলের কথা ভাবলে তাতে লক্ষ্য এবং বিচার করার ক্ষমতা সমস্যায় পড়তে পারে।

Advertisement

ইংল্যান্ড প্রায় নিশ্চিত করে ফেলেছে শেষ চারে ওঠা। এই গ্রুপ থেকে সেমিফাইনালে দ্বিতীয় দল হিসেবে ওঠার লড়াই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ফিঞ্চরা হেরেছে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই হারের পরে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে হারায় অস্ট্রেলিয়া। ফিঞ্চ বলেছেন, ‘‘সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সবাই চায়। এতেই সবাই জোর দেয়। কিন্তু অন্য দলের হার বা জয়ের প্রভাব নিয়ে ভাবতে বসলে তাতে লক্ষ্য এবং বিচার করার ক্ষমতায় সমস্যা হতে পারে।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা লক্ষ্য থেকে যাতে সরে না আসি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি। কারণ আমরা জানি সেটা করতে পারলে সব ঠিকঠাক থাকতে পারে।’’

গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। তা হলেও সতর্ক ফিঞ্চ। তিনি বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ খুব বিপজ্জনক দল। যখনই ওদের বিরুদ্ধে আমরা খেলেছি, সেটা দেখেছি। এ বার ওরা প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। তাই ওদের হারানোর কিছু নেই। সেটাও কিন্তু ওদের কম বিপজ্জনক করে তুলবে না।’’

Advertisement

অস্ট্রেলিয়ার অধিনায়ক আবার ব্যাট হাতে ছন্দেও ফিরেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি ৪০ রান করেন। ‘‘রান পেয়ে ভালই লাগছে। আমার ফুটওয়ার্ক নিয়েও সন্তুষ্ট। এটা নিয়ে অনেক পরিশ্রম করেছি। চোট থেকে বা বিশ্রাম নিয়ে মাঠে ফেরার পরে ছন্দে ফিরতে কিছুটা সময় লাগে। তবে নিজের খেলায় এখনও পর্যন্ত খুশি,’’ বলেন তিনি।

একই সঙ্গে ফিঞ্চ অভিজ্ঞ জোরে বোলার মিচেল স্টার্কের রান আপে বদল নিয়েও কথা বলেন। যে পরিবর্তন স্টার্ককে সাহায্য করছে বলেই মনে করছেন অনেকে। তা ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে তিনি দুটি উইকেটও পান। ফিঞ্চ বলেছেন, ‘‘গত কয়েক সপ্তাহ ধরে এই ব্যাপারটা নিয়ে ও খাটছে। আগের দিন অনুশীলনে স্টার্ক বেশ ভাল ছন্দেও ছিল। নেটে ওর বল খেলতে গিয়েও মনে হয়েছে বেশ গতি রয়েছে, সুইংও করাচ্ছে। যেটা মিচের জন্য দারুণ ব্যাপার।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ। দুপুর ৩.৩০ থেকে। স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে সম্প্রচার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement