Ashes 2021-22

Ashes 2021-22: ৬৮ রানে শেষ ইংল্যান্ড, ইনিংস ও ১৪ রানে জিতে অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া

তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের আগেই শেষ ইংল্যান্ডের ইনিংস। ৫০ মিনিটের বেশি স্থায়ী হয়নি ইংল্যান্ডের ইনিংস। বোলান্ড ৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ০৭:৩৫
Share:

অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া। ছবি: রয়টার্স

শেষ পর্যন্ত ইনিংসেই হেরে গেল ইংল্যান্ড। তাদের ইনিংস ও ১৪ রানে হারিয়ে দিয়ে অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট জিতে ৩-০ এগিয়ে গেল অজিরা।

Advertisement

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া স্কট বোলান্ডের সামনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৬৮ রানে। ভিক্টোরিয়ার এই ডানহাতি জোরে বোলার চার ওভারে সাত রান দিয়ে ছয় উইকেট তুলে নেন।

তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের আগেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। দ্বিতীয় দিনই ৩১ রানে চার উইকেট প়ড়ে গিয়েছিল তাদের। আশা ছিল জো রুট এবং বেন স্টোকস যদি একটা বড় রানের জুটি তৈরি করতে পারেন। তৃতীয় দিন ৫০ মিনিটের বেশি স্থায়ী হয়নি ইংল্যান্ডের ইনিংস।

Advertisement

দিনের পঞ্চম ওভারে প্রথম ধাক্কা দেন মিচেল স্টার্ক। তাঁর বলে বোল্ড হন স্টোকস। ১১ রান করে আউট হন তিনি। সামনের পায়ে গিয়েও স্টার্কের ভিতরে ঢুকে আসা বলের গতি সামলাতে পারেননি স্টোকস।

বাকিটা ছিল বোলান্ডের পেস বোলিংয়ের প্রদর্শনী। জনি বেয়ারস্টোকে (৫) এলবিডব্লিউ করেন। পরের ওভারেই বোলান্ড ফিরিয়ে দেন রুটকে। তাঁর বলে স্লিপে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেলেন রুট। ইংরেজ অধিনায়ক ২৮ রান করেন। নিজের চতুর্থ ওভারে বোলান্ড তুলে নেন মার্ক উড এবং অলি রবিনসনের উইকেট। দু’জনের কেউই রান করতে পারেননি। জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে খেলা শেষ করে দেন ক্যামেরন গ্রিন।

ব্রিসবেনে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে অজিরা জেতে ২৭৫ রানে। চতুর্থ টেস্ট সিডনিতে ৫ জানুয়ারি থেকে। শেষ টেস্ট হোবার্টে শুরু ১৪ জানুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement