India vs Pakistan

কেন ভারতের সব ম্যাচ দুবাইয়ে? পক্ষপাতিত্বের অভিযোগ প্রতিযোগিতায় না খেলা অধিনায়কের

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না তিনি। সেই প্যাট কামিন্স ভারতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন। কেন ভারত দুবাইয়ে সব ম্যাচ খেলবে তা নিয়ে অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৪
Share:
cricket

দুবাইয়ের মাঠে ভারতের সমর্থকেরা। ছবি: পিটিআই।

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না তিনি। তাঁর জায়গায় অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। সেই প্যাট কামিন্স ভারতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন। কেন ভারত দুবাইয়ে সব ম্যাচ খেলবে তা নিয়ে অভিযোগ তুলেছেন তিনি। ভারতকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়টিও গোপন করেননি।

Advertisement

নিরাপত্তার কারণে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি হয়নি ভারত। বিস্তর টালবাহানার পর ভারতের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। সেখানেই প্রতিপক্ষ দলগুলি এসে খেলছে। বাকিরা সবাই পাকিস্তানে গিয়েই খেলছে। এই বিষয়টাই মানতে পারছেন না কামিন্স, যিনি চোটের কারণে না খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ।

কামিন্স বলেছেন, “প্রতিযোগিতাটা হচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। তবে নিঃসন্দেহে ভারত বিরাট একটা সুবিধা পাচ্ছে। সব ম্যাচ ওরা একই মাঠে খেলছে। এমনিতেই ভারতকে দেখে যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। পাশাপাশি একই মাঠে সব ম্যাচ খেলায় আলাদা করে সুবিধাও পেয়ে যাচ্ছে।”

Advertisement

কামিন্স একা নন, ইংল্যান্ডের প্রাক্তন বোলার জোনাথন অ্যাগনিউও প্রতিবাদ করেছেন। কামিন্সের থেকেও তাঁর প্রতিবাদের ধরন বেশি আগ্রাসী। অ্যাগনিউয়ের কথায়, “যে ভাবে ভারতের সঙ্গে ব্যবহার করা হচ্ছে তাতে বেশ অস্বস্তি লাগছে। এটা ভুল। আপনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে নামলে নিজের পছন্দ মতো মাঠ বেছে নিতে পারেন না। জানি না আর কত দিন এ রকম চলবে। আমার গোটা বিষয়টাই হাস্যকর লাগছে।”

তিনি আরও বলেন, “এত বছর পর একটা দেশ নিজেদের মাঠে প্রতিযোগিতা আয়োজন করছে। আপনি কী ভাবে আশা করতে পারেন তারা অন্য একটা দেশে গিয়ে ভারতের বিরুদ্ধে খেলবে। এটা একদম ঠিক নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement