Arun lal

Arun Lal marriage: শিক্ষিকা বুলবুলের সঙ্গে ছাদনাতলায় ৬৬ বছরের অরুণ লাল, ভাগ করে নিলেন একাধিক ছবি

বুলবুল স্কুল শিক্ষিকা। ইংরাজি এবং ইতিহাস পড়ান তিনি। ৩৭ বছরের বুলবুল আগেই জানিয়েছিলেন যে অরুণের সঙ্গে তাঁর আলাপ এক বন্ধুর মাধ্যমে। অরুণের যে সময় ক্যানসার হয়েছিল, সেই সময়ও তাঁর পাশে ছিলেন বুলবুল। তাঁর পরিচর্যার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বিয়ের পর অরুণের প্রথম স্ত্রীয়ের দায়িত্বও বুলবুল নেবেন বলে জানিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৭:৩৭
Share:

বুলবুলের সঙ্গে অরুণ। ছবি: ফেসবুক থেকে

অরুণ লালের বিয়ে হয়ে গেল। বুলবুল সাহার সঙ্গে রেজিস্ট্রি হয়ে গিয়েছে। দ্বিতীয় বার বিয়ে করলেন বাংলার ক্রিকেট দলের কোচ। সোমবার কাছের বন্ধুবান্ধবদের সামনেই একে অপরের গলায় মালা দেবেন অরুণ এবং বুলবুল।

নেটমাধ্যমে রেজিস্ট্রির ছবি দিয়েছেন বুলবুল। সেই ছবি ভাগ করে নিয়ে অরুণের দ্বিতীয় স্ত্রী লিখেছেন, ‘এখন থেকে মিসেস লাল। পাশে থাকার জন্য পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ।’ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, “দারুণ অনুভূতি। একে অপরকে অনেক দিন ধরে চিনি। বন্ধুত্বের সেই সম্পর্ক এ বার বিয়েতে পরিণত হল। অরুণের নম্রতা, সারল্য আমার খুব পছন্দ। খুব মাটির মানুষ। ওঁর পশু, পাখিও খুব পছন্দ।” বুলবুলের নিজের একটি পোষ্য রয়েছে। তাঁর একটি কালো রঙের কুকুর রয়েছে।

Advertisement

বুলবুল স্কুল শিক্ষিকা। ইংরাজি এবং ইতিহাস পড়ান তিনি। ৩৭ বছরের বুলবুল আগেই জানিয়েছিলেন যে অরুণের সঙ্গে তাঁর আলাপ এক বন্ধুর মাধ্যমে। অরুণের যে সময় ক্যানসার হয়েছিল, সেই সময়ও তাঁর পাশে ছিলেন বুলবুল। তাঁর পরিচর্যার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বিয়ের পর অরুণের প্রথম স্ত্রীয়ের দায়িত্বও বুলবুল নেবেন বলে জানিয়েছেন।

বুলবুল বলেন, “অরুণ যেখানে যাবে আমি সেখানে যেতে চাই। অনুমতি পেলে বাংলার রঞ্জি দলের সঙ্গেও আমি যেতে চাই। অরুণকে ফের ধারাভাষ্যকার হিসেবে দেখতে চাইব। আমার মনে হয় ও বিশ্বের সেরা ধারাভাষ্যকার।” ২ মে তাঁদের বিয়েতে সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বিয়েতে চিংড়ির মালাইকারি, ফিস ফ্রাই, মটন কষা, আম দইয়ের মতো বিভিন্ন খাবার থাকছে অতিথিদের আপ্যায়ন জানানোর জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement