টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভাল খবর ভারতীয় দলে। আইসিসি ক্রমতালিকায় উপরে উঠেছেন দলের দুই ক্রিকেটার আরশদীপ সিংহ ও অক্ষর পটেল।
টি-টোয়েন্টির বোলারদের তালিকায় এক ধাপ উপরে উঠেছেন অক্ষর। চতুর্থ স্থান থেকে তিন নম্বরে উঠেছেন তিনি। অক্ষরের রেটিং ৬৬০। বোলারদের তালিকাতেই ১৯ নম্বরে ছিলেন আরশদীপ। তিন ধাপ উঠে ১৬ নম্বরে এসেছেন তিনি। এই বাঁহাতি পেসারের রেটিং ৬০৭।
প্রথম দশে ভারতের আরও এক বোলার রয়েছেন। রবি বিষ্ণোই। ছ’নম্বরে ছিলেন তিনি। এক ধাপ উঠে পাঁচ নম্বরে এসেছেন বিষ্ণোই। তাঁর রেটিং ৬৫৯। প্রথম দশে থাকলেও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি এই লেগ স্পিনারের।
ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। প্রথম দশে থাকা আর এক ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল। অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে রয়েছেন একমাত্র হার্দিক পাণ্ড্য। অষ্টম স্থানে রয়েছেন তিনি।
২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা হবে ওয়েস্ট ইন্ডিজ় ও অস্ট্রেলিয়ায়। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ জুন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।