Anustup Majumdar

রঞ্জি ট্রফিতে অধিনায়ক অনুষ্টুপ

সম্প্রতি পঞ্জাবের মুল্লানপুরে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলা। দু’টি ম্যাচেই অনুষ্টুপ নেতৃত্ব দেন বাংলাকে। তাঁর উপরে আস্থা রেখেছিলেন কোচ লক্ষ্মীরতন শুক্ল-ও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ০৯:০৫
Share:

অনুষ্টুপ মজুমদার। —ফাইল চিত্র।

­রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। মঙ্গলবার দলনির্বাচনী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলে সুযোগ পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জোরে বোলার যুধাজিৎ গুহ। শেষ বার কোচবিহার ট্রফিতে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার পেলেন তিনি।

Advertisement

সম্প্রতি পঞ্জাবের মুল্লানপুরে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলা। দু’টি ম্যাচেই অনুষ্টুপ নেতৃত্ব দেন বাংলাকে। তাঁর উপরে আস্থা রেখেছিলেন কোচ লক্ষ্মীরতন শুক্ল-ও। বাংলা দলের কোচ বলেন, ‘‘দীর্ঘদিন বাংলার হয়ে ভাল খেলছে অনুষ্টুপ। দলের সকলের সঙ্গে ওর সম্পর্ক ভাল। চলতি মরসুমে ওকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দল।’’ যোগ করেন, ‘‘এমন এক জন ক্রিকেটারকে এই দায়িত্ব দিতে চেয়েছি, যাকে মরসুম জুড়ে পাওয়া যাবে। অনুষ্টুপের কথাই তাই মাথায় প্রথম এল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement