ভারতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন অনিল কুম্বলে। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পরে জাতীয় দলকে দু’ভাগে ভাগ করে দিতে বললেন অনিল কুম্বলে। তাঁর মতে, ভারতের সাদা ও লাল বলের ক্রিকেটের জন্য আলাদা দল করা উচিত। তা হলে ক্রিকেটাররা এক ধরনের ক্রিকেটের দিকেই মন দিতে পারবেন। এটা করতে পারলে ভারতীয় ক্রিকেটের ভাল হবে বলেই মনে করছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরে একটি সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ বলেছেন, ‘‘দলকে দুটো ভাগে ভাগ করে দিতে হবে। টি-টোয়েন্টির জন্য ছোট ফরম্যাটে বিশেষজ্ঞ ক্রিকেটারদের খেলাতে হবে। তা হলে ক্রিকেটাররাও নিজেদের ভূমিকা সম্পর্কে নিশ্চিত হবে।’’
এই প্রসঙ্গে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, দু’দলের উদাহরণ দিয়েছেন কুম্বলে। ইংল্যান্ড এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। অস্ট্রেলিয়া গত বারের চ্যাম্পিয়ন। কুম্বলে বলেছেন, ‘‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে দেখে ভারতের শেখা উচিত। ওরা যে ভাবে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের উপর জোর দিয়েছে সেটা ভারতেরও করা উচিত। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন সাত নম্বরে ব্যাট করতে নামছে। অত নীচে ওর মানের ব্যাটার অন্য কোনও দলে নেই। মার্কাস স্টোইনিসও অস্ট্রেলিয়ার হয়ে ছ’নম্বরে নামে। এ রকম দল ভারতকেও তৈরি করতে হবে। অলরাউন্ডারের দিকে নজর দিতে হবে।’’
তবে দল ভাগ করার কথা বললেও অধিনায়ক বা কোচ বদলের খুব একটা পক্ষপাতী নন কুম্বলে। তিনি বলেছেন, ‘‘আমি জানি না অধিনায়ক বা কোচ বদলের কোনও দরকার রয়েছে কি না। এটা নির্ভর করছে দলে কোন ক্রিকেটাররা রয়েছে তার উপর। সেই ক্রিকেটারদের দেখে ঠিক করতে হবে, নেতৃত্বের দায়িত্ব কাকে দিতে হবে।’’
সাদা ও লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা দলের পক্ষে সওয়াল করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডিও। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় ভবিষ্যতে সব দলকেই এটা করতেই হবে। আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ ক্রিকেটারদের খেলাতে হবে। ইংল্যান্ড ইতিমধ্যেই সেই কাজ অনেকটা করে ফেলেছে। তার ফল তারা পাচ্ছে। বাকি দলগুলিকেও ওদের দেখে শিখতে হবে।’’