বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: পিটিআই।
ওয়েস্ট ইন্ডিজ়ে টেস্ট সিরিজ় খেলতে যাওয়ার আগে জোড়া ধাক্কা খেল বাংলাদেশ। আগেই ছিটকে গিয়েছিলেন ব্যাটার মুশফিকুর রহিম। এ বার ছিটকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে চোট পাওয়ায় খেলতে পারবেন না তিনি। সোমবার তৃতীয় এক দিনের ম্যাচেও খেলতে পারেননি।
তৃতীয় এক দিনের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। তিনিই ওয়েস্ট ইন্ডিজ় সফরে বাংলাদেশের অধিনায়ক। এখনও পর্যন্ত শান্তর পরিবর্ত হিসাবে কারও নাম ঘোষণা করা হয়নি। বাংলাদেশ বোর্ডের চিকিৎক দেবাশিস চৌধুরি বলেছেন, “দলের ফিজিয়োর রিপোর্ট পেয়েছি আমরা। বাঁ দিকের কুঁচকিতে গ্রেড ২ পর্যায়ের চোট রয়েছে শান্তর। ফলে ওর বিশ্রাম নিতে এবং রিহ্যাব করতে হবে। দু’সপ্তাহ পর ওর অবস্থা বুঝতে পারব। আমিরশাহি থেকে দেশে ফিরে রিহ্যাব শুরু করবে।”
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের পরেই ছিটকে গিয়েছিলেন মুশফিকুর। এক দিনের সিরিজ়েও তিনি খেলতে পারেননি। ১৬ বছর পর বাংলাদেশের কোনও টেস্ট দলের প্রথম একাদশে তামিম ইকবাল, শাকিব আল হাসান এবং মুশফিকুর থাকবেন না। রবিবার বাংলাদেশ দল ঘোষণা করেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে না খেলা লিটন দাস দলে ফেরত এসেছেন। শাকিবের জায়গায় এসেছেন জাতীয় দলে একটিও ম্যাচ না খেলা হাসান মুরাদ।