T20 World Cup 2021

T20 World Cup 2021: পাকিস্তানের কাকে সব থেকে বেশি ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া, জানালেন অধিনায়ক ফিঞ্চ

পাকিস্তানের বোলিং আক্রমণ চিন্তায় রাখছে অস্ট্রেলিয়াকে। শাহিন শাহ আফ্রিদিকে কী ভাবে খেলবেন সেই পরিকল্পনাতে ব্যস্ত অ্যারন ফিঞ্চরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ২০:১১
Share:

কী পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া ফাইল চিত্র।

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে পাকিস্তানের বোলিং আক্রমণ চিন্তায় রাখছে অস্ট্রেলিয়াকে। পাক বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদিকে কী ভাবে খেলবেন, সেই পরিকল্পনাতে ব্যস্ত অ্যারন ফিঞ্চরা। পাওয়ার প্লে-তে শাহিনের বিষাক্ত সুইং সামলাতে পারলে সমস্যা অনেকটা কমে যাবে, এমনটাই মনে করেন ফিঞ্চ।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকে ফিঞ্চ বলেন, ‘‘পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলছে। গ্রুপে একটিও ম্যাচ হারেনি ওরা। পাওয়ার প্লে-তে আক্রমণাত্মক ব্যাটিং ও বোলিংয়ের ফলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখছে পাকিস্তান। সেখানেই আমাদের ভাল করতে হবে।’’

তার পরেই শাহিনের প্রসঙ্গ তোলেন ফিঞ্চ। তিনি বলেন, ‘‘শাহিন দুর্দান্ত ছন্দে রয়েছে। বেশ কিছু ম্যাচে ওর বল তফাত গড়ে দিয়েছে। পাওয়ার প্লে-তে ওর সুইং সামলাতে হবে আমাদের। তা হলে পরে রান তোলার ক্ষেত্রে সমস্যা হবে না। তা ছাড়া ইমাদ ওয়াসিম ও শাদাব খানের মতো দু’জন ভাল স্পিনারও রয়েছে। ওদেরও মোকাবিলা করতে হবে।’’

Advertisement

পাকিস্তানকে সমীহ করলেও নিজেদের বোলিং আক্রমণের উপর আস্থা রাখছেন অজি অধিনায়ক। তিনি বলেন, ‘‘পুরে প্রতিযোগিতা জুড়ে বড় ব্যাটারদের উইকেট নিয়েছে অ্যাডাম জাম্পা। প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্কও ভাল ছন্দে রয়েছে। আশা করি আমরা পাকিস্তানকে প্রথম থেকেই চাপে রাখতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement