IPL 2025

১৩ বছরেই কোটিপতি করেছে রাজস্থান, তবু এখনই আইপিএলে খেলানো হবে না বৈভবকে, ইঙ্গিত দলের

মহা নিলামে একাই নজর কেড়ে নিয়েছিল সে। ১৩ বছরেই কোটিপতি হয়ে গিয়েছিল। ১.১০ কোটি টাকায় বৈভব সূর্যবংশীকে কিনেছিল রাজস্থান রয়্যালস। যদিও এখনই তাঁর আইপিএলে খেলা হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১২:১৩
Share:
cricket

বৈভব সূর্যবংশী। ছবি: সমাজমাধ্যম।

মহা নিলামে একাই নজর কেড়ে নিয়েছিল সে। ১৩ বছরেই কোটিপতি হয়ে গিয়েছিল। ১.১০ কোটি টাকায় বৈভব সূর্যবংশীকে কিনেছিল রাজস্থান রয়্যালস। যদিও এখনই তাঁর আইপিএলে খেলা হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজস্থান রয়্যালসের ইঙ্গিত, অভিষেকের আগে বৈভবকে অপেক্ষা করতে হতে পারে।

Advertisement

গত বছর ভারতীয় ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল ১৩ বছরের বৈভব। বিজয় হজারে ট্রফিতে বরোদার বিরুদ্ধে অর্ধশতরান করে। কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই কীর্তি স্থাপন করে। এ ছাড়া যুব দলের টেস্টে দ্রুততম ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে।

রাজস্থানের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের মতে, বৈভবের যা প্রতিভা তাতে সে দ্রুত উপরে উঠে এসেছে। তবে আইপিএলে অভিষেক হওয়ার আগে তাকে সময় দেওয়া প্রয়োজন। রাঠোরের কথায়, “আমি নিশ্চিত নই যে ওকে খেলানো হবে কি না। দলের কৌশল, পিচ এবং বিপক্ষের উপর সেটা নির্ভর করছে। আমরা ওকে দলে নিয়েছি কারণ ও প্রতিভাবান ক্রিকেটার। ওর অনেক দক্ষতা রয়েছে। তরুণ ক্রিকেটার। এত কম বয়সে এত প্রতিভাবান ক্রিকেটার আগে দেখিনি। আশা করি ভবিষ্যতে বড় ক্রিকেটার হবে।”

Advertisement

সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন রাঠোর। সেই দলে ছিলেন রাহুল দ্রাবিড়ও। দু’জনেই এখন রাজস্থানে যোগ দিয়েছেন। ভারতীয় দল এবং রাজস্থানে কোচিংয়ের পার্থক্য নিয়ে রাঠোর বলেছেন, “খুব একটা তফাৎ নেই। আগেও রাহুলের সঙ্গে কাজ করেছি। ও অসাধারণ কোচ। সময়টা খুব ভাল কাটিয়েছি আমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি একসঙ্গে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement