অর্জুন তেন্ডুলকরে। ফাইল ছবি
সামনেই মুম্বইয়ের সৈয়দ মুস্তাক আলি ট্রফির দল নির্বাচন। কিন্তু সেই দলে ঢোকা কঠিন হয়ে পড়ল সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের। ট্রায়ালে মোটেই আশাপ্রদ পারফরম্যান্স করতে পারেননি তিনি।
সচিন-পুত্র চার ম্যাচে মাত্র চারটি উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও তিনি ব্যর্থ। তিন ইনিংসে তাঁর পকেটে মোটে সাত রান। ব্যাট-বল দু’বিভাগেই ভাল পারফর্ম করেছেন এ রকম বেশ কিছু ক্রিকেটার দলে রয়েছেন। তাই তাঁদের টপকে অর্জুনের দলে ঢোকা মুশকিল।
দল নির্বাচনের ট্রায়ালে ‘ডি’ দলে ছিলেন অর্জুন। টিম ‘এ’-র বিরুদ্ধে প্রতি ওভারে ৯-এরও বেশি রান দিয়েছেন। ‘বি’ দলের সূর্যকুমার যাদব অর্জুনের এক ওভারে ২১ রান নিয়েছিলেন। এতকিছুর পরেও তাঁকে দলে রাখা হয় কি না, সে দিকেই এখন সবার নজর।
আরও খবর: পন্থ মনে করালেন মাহিকে, তাঁর টোটকায় অশ্বিন তুলে নিলেন ওয়েডকে
তবে অর্জুন একটা ব্যাপারে এগিয়ে থাকতে পারেন। ভারতীয় দলের নেটে তাঁর বোলিং করার অভিজ্ঞতা রয়েছে। ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলেও তিনি ছিলেন।
আরও খবর: শিমলায় জন্মানো প্রাক্তন ইংরেজ ক্রিকেটার রবিন জ্যাকম্যান প্রয়াত