অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা নাও হতে পারে আফগানিস্তানের ফাইল চিত্র
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে হয়ত খেলবে না অস্ট্রেলিয়া। তালিবানের দখলে থাকা আফগানিস্তানে মহিলাদের খেলাধুলোর অনুমতি না দিলে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তা নিক হকলে। চলতি বছরের নভেম্বরে সিরিজ শুরু হওয়ার কথা ছিল।
গত মাসেই সিরিজ না খেলার হুঁশিয়ারি দিয়েছিল অস্ট্রেলিয়া। সোমবার সেই কথাই ফের একবার জানিয়ে দিলেন হকলে। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কথা বলেছি। হয়ত এই সিরিজে আমরা খেলব না। পরিস্থিতির দিকে নজর রাখছি। আমাদের অবস্থান খুব স্পষ্ট। আগে আফগানিস্তানে মহিলাদের ক্রিকেট খেলা নিয়ে কোনও সমস্যা ছিল না। সেই পরিস্থিতিই যেন থাকে, সেটাই আমরা বলেছি।’’
এ দিকে অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট পার্থে হওয়ার কথা রয়েছে। তবে সেখানকার কঠোর কোভিড বিধি শিথিল করার অনুরোধ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই অনুযায়ী পশ্চিম অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কথাবার্তা বলছে অজি ক্রিকেট বোর্ড। হকলে বলেন, ‘‘পঞ্চম টেস্ট হোক, আমরা সেটাই চাই। কথাবার্তা বলছি।’’ আট ডিসেম্বর শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজ।