সাউথ ক্লাব নির্বাচনে স্থগিতাদেশ

ভোটের ফল প্রকাশের পরে জানা যায়, রজতবাবু ৫১-৪৯ ফলে জিতেছেন। এর পরেই নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকা ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট বিএন ধুপার এবং প্রাক্তন সচিবকে চিঠি পাঠিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন জয়দীপবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৪:৫১
Share:

সাউথ ক্লাব।

ঐতিহ্যশালী সাউথ ক্লাবের নির্বাচন নিয়ে বিতর্ক গড়াল আদালতে। মঙ্গলবার নির্বাচন প্রক্রিয়ার উপরই অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ জারি করল আদালত। ক্লাবের বর্তমান ও প্রাক্তন প্রেসিডেন্ট ও সচিব-সহ এগারো জনকে চিঠি পাঠিয়ে তা জানানো হয়েছে। যে খবর শুনে প্রেসিডেন্ট পদে প্রার্থী জয়দীপ মুখোপাধ্যায় বলছেন, ‘‘আদালত স্থগিতাদেশ দিয়েছে। সত্যের জয় হয়েছে বলে মনে করি।’’

Advertisement

গত ২৯ সেপ্টেম্বর সাউথ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে প্রেসিডেন্ট পদে প্রাক্তন ডেভিসকাপার জয়দীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদার। ভোটের ফল প্রকাশের পরে জানা যায়, রজতবাবু ৫১-৪৯ ফলে জিতেছেন। এর পরেই নির্বাচন প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকা ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট বিএন ধুপার এবং প্রাক্তন সচিবকে চিঠি পাঠিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন জয়দীপবাবু। তাঁর প্রধান অভিযোগ ছিল নির্বাচন কোম্পানি আইন মেনে হয়নি। তিনি আরও জানতে চেয়েছিলেন, কেন এজিএম-এর মধ্যে নিয়ম ভেঙে রজতবাবুকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছিল? ১০৪ জন ভোট দিলেও প্রেসিডেন্ট পদে ১০০ ভোট গোনা হল কেন? বাকি চার ভোট গেল কোথায়?

এর পরেই ক্লাবের তরফে জয়দীপবাবুকে জানানো হয়, ওই চার ভোট বাতিল হয়েছে। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ায় এখন কিছু করা যাবে না। এর পরেই আদালতের দ্বারস্থ হন জয়দীপবাবু। আদালতের কাছে তিনি আবেদন করে জানান, ফল প্রকাশ না হলে কী ভাবে তিনি আবেদন করবেন। তিনি তাই আদালতের দ্বারস্থ। এর পরেই সেই আবেদনের প্রাথমিক সত্যতা মেনে এ দিন আদালতের স্থগিতাদেশ। পরবর্তী শুনানি ২১ নভেম্বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement