Kevin Pietersen

ফাঁকা মাঠে হলেও খেলার পক্ষে কেপি

প্রয়োজনে যেন ফাঁকা স্টেডিয়ামেও খেলতে দ্বিধা করেন না খেলোয়াড়রা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০২০ ০৫:৫২
Share:

বার্তা: ফিরুক ক্রিকেট, দাবি তুললেন পিটারসেন। ফাইল চিত্র

বিশ্ব জুড়ে আতঙ্কের মধ্যে খেলাধুলো চালু হলে তা সাধারণ মানুষের মনোবল বাড়াতে পারে বলে মনে করেন কেভিন পিটারসেন। আবেদন করেছেন, প্রয়োজনে যেন ফাঁকা স্টেডিয়ামেও খেলতে দ্বিধা করেন না খেলোয়াড়রা।

Advertisement

গত দু’মাস ধরে স্তব্ধ ক্রীড়া জগৎ। পিটারসেন বলেছেন, ‘‘খেলাধুলো মানুষের মনকে তরতাজা রাখে। এখন যা পরিস্থিতি, তাতে প্রতিষেধক আবিষ্কার না হাওয়া পর্যন্ত দর্শকশূন্য অবস্থায় খেলা চালাতে হবে। ক্রীড়াবিদদের এগিয়ে আসতে হবে।’’

তিনি আরও বলেছেন, ‘‘কোনও, কোনও খেলোয়াড় তার জীবনের সেরা সময়ের মধ্যে আছে এখন। তারা কেন খেলতে চাইবে না?’’ যোগ করেন, ‘‘মাঠে দর্শক থাকবে না তো কী হয়েছে? তাঁরা তো টিভির সামনে থাকবে। বিশাল সংখ্যক দর্শক খেলার সরাসরি সম্প্রচার দেখবে, সেটাও মাথায় রাখতে হবে।’’

Advertisement

করোনাভাইরাসের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘বিরাট কোহালি থেকে কুইন্টন ডি’কক— সবাই একই জায়গায় আছে। সবাইকে এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement