PV Sindhu

PV Sindhu: কোভিড আতঙ্ক, কমনওয়েলথ থেকে ছিটকে যেতে পারতেন সিন্ধু

বার্মিংহ্যামে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিন্ধু। অনুশীলনও শুরু করে দিয়েছেন। তবে কোভিড আতঙ্কে তাঁর হয়তো প্রতিযোগিতায় নামাই হত না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১১:২৫
Share:

পি ভি সিন্ধু ফাইল ছবি

বুধবার কমনওয়েলথ গেমসে ভারতের পতাকাবাহক হিসাবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম। আর বৃহস্পতিবারই খবর এল, বার্মিংহ্যামে নামার পর সিন্ধুকে নিয়ে তৈরি হয়েছিল সমস্যা। সন্দেহ হয়েছিল, হয়তো তিনি কোভিড আক্রান্ত। অবস্থা যা ছিল, তাতে এক সময় প্রতিযোগিতায় নামাই অনিশ্চিত হয়ে গিয়েছিল সিন্ধুর। এখন সব ঠিক আছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সিন্ধুর কোনও সমস্যা নেই।

Advertisement

হায়দরাবাদ থেকে সোমবার ভোরে ১০ সদস্যের ব্যাডমিন্টন দল বার্মিংহ্যামের উদ্দেশে রওনা দেয়। পর দিনই পৌঁছে যায় তারা। এর মধ্যেই সিন্ধুর অনুশীলনে নামার ভিডিয়ো পোস্ট করেছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। এখন প্রকাশ্যে এসেছে, বার্মিংহ্যামে নামার পর সিন্ধুর যে আরটি-পিসিআর পরীক্ষা হয়েছিল, তাতে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ঝুঁকি না নিয়ে তাঁকে নিভৃতবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিন্ধুকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

আরও পড়ুন:

সূত্রের খবর, সিন্ধুর দ্বিতীয় কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। এতেই হাঁফ ছেড়ে বাঁচেন শিবিরের বাকিরা। তাঁকে মঙ্গলবার গেমস ভিলেজে ঢোকার অনুমতি দেওয়া হয়। সিন্ধুকে নিয়ে অনিশ্চয়তার মাঝে একটানা যোগাযোগ রাখা হয়েছিল আয়োজকদের সঙ্গে। তাঁদের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, সিন্ধুর দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এলে সমস্যা হবে না। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।

Advertisement

সূত্রের খবর, সিন্ধুকে নিয়ে অনিশ্চয়তা ছিল বলেই ভারতের পতাকাবাহকের নাম ঘোষণা করতে দেরি হয়েছে। সিন্ধুকে নিয়ে ছাড়পত্র মিলতেই তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement