এক ইনিংসে দশ উইকেট নেওয়ার বিরল রেকর্ড কাশভি গৌতমের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
প্রাক্তন লেগস্পিনার অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন চণ্ডীগড়ের পেসার কাশভি গৌতম। মহিলাদের অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে টুর্নামেন্টে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এই রেকর্ড করেছেন তিনি। তিনি ভারতের প্রথম মহিলা ক্রিকেটার যিনি এই বিরল রেকর্ড করলেন।
অরুণাচলের বিরুদ্ধে খেলতে নেমে ৪.৫ ওভার বল করেছেন তিনি। ২৯টি বল করে মাত্র ১২ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন বিপক্ষের দশটি উইকেট। এই দশ উইকেটের মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে। তাঁর বিধ্বংসী বোলিংয়ের জেরে অরুণাচলের ইনিংস শেষ হয় মাত্র ২৫ রানে।
১৬ বছরের কাশভির বোলিংয়ের ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে বিসিসিআই ওমেন ও আইসিসি। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: ম্যান সিটির বিরল নজির স্পর্শ দুরন্ত লিভারপুলের
কাশভি এই রেকর্ড করলেন ঘরোয়া ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে দশ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে মাত্র দু’জনের। ভারতের অনিল কুম্বলে ও ইংল্যান্ডের জিম লেকার এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন টেস্ট ম্যাচে। আন্তর্জাতিক পর্যায়ের ৫০ বা ২০ ওভারের ক্রিকেটে এখনও অবধি কোনও বোলার দশ উইকেট নিতে পারেননি। সেই তালিকায় প্রথম নাম তুললেন চণ্ডীগড়ের কাশভি।
আরও পড়ুন: চার পেসারেই দ্বিতীয় টেস্টে খেলার ভাবনা নিউজ়িল্যান্ডের