জয়ের উচ্ছ্বাস রিয়েল শিবিরে।
রিয়েল মাদ্রিদ ৩ (বেঞ্জিমা, টনি ক্রুস, কাসেমেরো)
নাপোলি ১ (ইনসাইন)
মিউনিখে বায়ার্নের পাঁচ গোলের দিন মাদ্রিদে নাপোলিকে ১-৩ গোলে হারিয়ে দিল রিয়েল মাদ্রিদ। যদিও ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যেই অপ্রত্যাশিতভাবে রিয়েল মাদ্রিদকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল নাপোলি। লরেঞ্জো ইনসাইনের শট বাঁচাতে পারেননি মাদ্রিদ গোলকিপার নাভাস। আর গোল হজম করেই খেলায় ফেরেন বেঞ্জিমারা। চোটের জন্য ক্রিস্টিয়ানোর রোনাল্ডোর খেলা নিয়ে সংশয় থাকলেও প্রথম থেকেই দলে ছিলেন তিনি। এবং পুরো ম্যাচই খেলেন। আট মিনিটে গোল হজম করে রিয়েল মাদ্রিদকে ১৮ মিনিটে সমতায় ফেরান করিম বেঞ্জিমা।
আরও খবর: আর্সেনালকে বড় ব্যবধানে উড়িয়ে শেষ আট দেখছে বায়ার্ন
৩-১ করতেও বেশি সময় নেয়নি রোনাল্ডোরা। সান্তিয়াগো বার্ণাবৌয়ে শুরুটা প্রতিপক্ষ করলেও শেষ হাসি হাসল হোম টিমই। ৫৪ মিনিটে কার্লোস এনরিকে কাসিমিরোর হাফ ভলি যখন নাপোলি গোলে দ্রুত গতিতে ঢুকে যাচ্ছে তখন নাপোলি গোলকিপার রেইনার কিছুই করার ছিল না। তখন তিনি দর্শকের ভূমিকায়। এর পরের বাকি সময়টা শুধুই ঘর বাঁচানোর। ৩-১এ এগিয়ে দ্বিতীয় লেগেও মানসিকভাবে এগিয়ে থাকল রিয়েল মাদ্রিদ। নামতে হবে নাপোলির ঘরের মাঠে।
ছবি: এএফপি।