বাকি সব ম্যাচ পুণেতে খেলবে সিএসকে।
কাবেরী জলবণ্টন নিয়ে বিতর্কের জেরে শেষ পর্যন্ত চেন্নাই থেকে সরেই গেল আইপিএল ম্যাচ। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে এ বার ঘরের ম্যাচগুলো খেলতে হবে পুণেতে। বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দু’বছর পরে আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে সিএসকের। যা নিয়ে সিএসকে ভক্তদের মধ্যে উন্মাদনা কম ছিল না। পাশাপাশি অন্য একটা অংশ সরব হয়েছিল এই প্রশ্ন তুলে যে, চেন্নাইয়ে আইপিএল ম্যাচ আদৌ হবে কেন? মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলা চলাকালীন গ্যালারি থেকে মাঠে জুতো ছোড়া হয়। এমনকী একটি তামিল সংগঠন হুমকিও দেয়, আইপিএলের খেলা হলে চিদম্বরম স্টেডিয়ামে সাপ ছেড়ে দেওয়া হবে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা নিয়ে কোনও আশ্বাস দেওয়া হয়নি। এর পরেই ম্যাচ সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল বলেন, ‘‘পুলিশ জানিয়েছে, এই পরিস্থিতিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। যার ফলে আমরা ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই। পুণেতে খেলার ব্যাপারে কোনও আপত্তি নেই সিএসকের।’’
কিন্তু কেন পুণেকে বাছা হল? আইপিএলের এক কর্তা জানিয়েছেন, পুণের মাঠ এবং পরিবেশ সম্পর্কে ধোনি যথেষ্ট ওয়াকিবহাল। তাই সিএসকে ওখানে খেলতেই পছন্দ করেছে। প্রসঙ্গত, শেষ দু’টো আইপিএলে পুণে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন ধোনি। ফলে পুণের মাঠে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থাও জানিয়ে দিয়েছে, তাদের কোনও সমস্যা নেই। ২০ এপ্রিল সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ পুণেতেই হবে।