ছবিতে বিরাট কোহালিকে দেখতে পাচ্ছেন? ছবি টুইটার থেকে সংগৃহীত।
লকডাউনে গৃহবন্দি হয়ে সময় কাটাতে বিনোদনের খোঁজে মানুষ। এই আবহেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি মজার খেলায় মাতার ব্যবস্থা করল নেটাগরিকদের জন্য।
নিজেদের টুইটার হ্যান্ডল থেকে বুধবার একটি ছবি পোস্ট করেছে আইসিসি। নীল রঙের ব্যাকগ্রাউন্ডের সেই ছবিতে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের অসংখ্য মুখ। ছবিটি আপলোড করে আইসিসি লিখেছে, ‘‘লোকেশ রাহুলের এই সমুদ্রের মধ্যে বিরাট কোহালিকে খুঁজে পাচ্ছেন?’’
আসলে লোকেশের অসংখ্য ছবির মধ্যেই রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহালির একটি ছবি। সেই ছবি খুঁজে বের করতে নেটাগরিকদের চ্যালে়ঞ্জ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। দেখুন সেই ছবি—
সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ছড়িয়ে পড়তেই লোকেশের মধ্যে বিরাটকে খুঁজতে মগ্ন হয়েছেন নেটাগরিকরা। আপনি খুঁজে পেলেন কি? না পেলে ন’নম্বর রো-এর আট নম্বর কলমের ছবিটা দেখুন।
আরও পড়ুন: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পর করোনা যুদ্ধে নামলেন দীনেশ চান্ডিমলও
আরও পড়ুন: লকডাউনে ফেডেরার কোন শট প্র্যাকটিস করছে দেখুন